ভিডিও বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

জয়পুরহাটের আক্কেলপুরে বই বিক্রির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

জয়পুরহাটের আক্কেলপুরে বই বিক্রির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুরে সরকারি বই ফেরিওয়ালার কাছে বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়াই এক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ওই শিক্ষকের নাম শওকত আনোয়ার।

তিনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের শ্রীকৃষ্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে বই বিক্রির সময় স্থানীয়দের হাতে ধরা পড়েন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শওকত আনোয়ার বিগত বছরের বিভিন্ন শ্রেণির বই শিক্ষার্থীদের কাছ থেকে ফেরত নিয়ে  রেখেছিলেন। গত ২৫ মে বিদ্যালয় চলাকালে জালাল হোসেন নামে এক ফেরিওয়ালার কাছে ২০ টাকা কেজি দরে চার মণ বই বিক্রি করেন তিনি।

এরপর ওই ফেরিওয়ালা বস্তায় ভরে বই ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন সেটি আটক করেন। পরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইমরান হোসেনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তদন্ত চলাকালে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী ওই শিক্ষকের অপসারণের চেয়ে বিক্ষোভ করেন। বাধ্য হয়ে শিক্ষক শওকত আনোয়ার ওই কর্মকর্তার সঙ্গে বিদ্যালয় ছেড়ে চলে যান।

আরও পড়ুন

পরে তদন্তে বিষয়টি প্রমাণ হওয়াই তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করে প্রাথমিক শিক্ষা অফিস। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, সরকারি বই ফেরিওয়ালার কাছে বিক্রির অভিযোগে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্ত করে জেলায় প্রতিবেদন দেওয়া হয়।

প্রতিবেদন অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। একই সাথে ওই শিক্ষককে বর্তমানে আউয়ালগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলির আদেশ জারি হয়েছে। তিনি সেখানে যোগদান করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকশীগঞ্জে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড দিলো আদালত

এবার ইয়েমেনে হামলার হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

সিনেমা নির্মাণে ইমন সাহা

ময়মনসিংহে গাছ উঠে পাখির ছানা ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

দুই বড় বিষয়ে ঐকমত্যে রাজনৈতিক দলগুলো: আলী রীয়াজ