ভিডিও বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে -রেজাউল করিম বাদশা

ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে -রেজাউল করিম বাদশা। ছবি : দৈনিক করতোয়া

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের গণতন্ত্র, শিক্ষা ও অর্থনীতি ধ্বংস করে পালিয়েছে। বিএনপি বারবার এই দেশের মানুষের কাছে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে। একমাত্র বিএনপির হাতেই স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার নিরাপদ। তাদের দোসররা যাতে বিএনপিতে ঢুকতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি গতকাল বুধবার বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামে শেরপুর শহর বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তি কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। শহর বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডুর সভাপতিত্বে রেজাউল করিম বাদশা আরও বলেন, বিএনপিতে কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও অপরাধীর স্থান নেই।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান যে প্রার্থীকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেবেন, তাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।

আরও পড়ুন

আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি এড. হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কেএম মাহবুবুর রহমান হারেজ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম তৌহিদুল আলম মামুন, সাংগঠনিক সম্পাদক সহিদ উন-নবী সালাম, কেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, বিএনপি নেতা আলহাজ¦ শাহ আলম পান্না, আরিফুর রহমান মিলন, হাসানুল মারুফ শিমুল, এড. আমিনুল ইসলাম শাহীন, আবু সাঈদ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় একই পরিবারের দুই নারীসহ তিনজনকে পিটিয়ে হত্যা

এখনও ২০টি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত বাকি: আলী রীয়াজ

ছাত্র-জনতার ভয়ে ডোবায় ঝাঁপ সাবেক মেয়রের, পুলিশে সোপর্দ

ভোলার তজুমদ্দিনে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার মূল আসামি সহ গ্রেফতার ২

সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

জরুরি সংবাদ সম্মেলনে ডেকেছে বিএনপি