সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যাসহ একাধিক মামলা রয়েছে। ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক এ তথ্য জানিয়েছেন।
মানিকগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলা হওয়ার পর থেকে আত্মগোপনে ছিলেন দুর্জয়। ঢাকার লালমাটিয়ার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মানিকগঞ্জ সদর ও দৌলতপুর থানায় পৃথক দুটি হত্যা মামলায় এজাহারনামীয় আসামি দুর্জয়।একটি সূত্র বলছে, চলতি বছর ২১ জানুয়ারি লালমাটিয়ায় থাকা ২ হাজার ৫২৩ বর্গফুটের একটি ফ্ল্যাট, পূর্বাচলে তিন কাঠার প্লট ও তিনটি গাড়ি, ১০টি ব্যাংক অ্যাকাউন্ট ও দুটি বিমা পলিসির হিসাব জব্দের আদেশ দেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ নির্দেশ দেন।
জানা গেছে, নাঈমুর রহমান দুর্জয় ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি আওয়ামী লীগের মনোনয়নে ২০১৪ ও ২০১৮ সালেও একই আসন থেকে এমপি নির্বাচিত হন।
আরও পড়ুনঅতিরিক্ত এসপি আব্দুল্লাহ আল মামুন বলেন, বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে। তবে রিমান্ড নেওয়া হবে কী না এখনও সিদ্ধান্ত হয়নি।
মন্তব্য করুন