মধ্যপাড়া পাথর খনিতে অনির্দিষ্টকালের জন্য পাথর উত্তোলন বন্ধ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া পাথর খনি থেকে সম্পূর্ণরুপে পাথর উত্তোলন বন্ধ হয়ে গেছে। জানা যায়, মধ্যপাড়া পাথর খনির ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত চার শ্রমিককে ছাঁটাই করা হয়। তারা হলেন- শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, ওমর আলী ও হাসান আলী। তাদের পুনর্বহালের দাবি জানিয়ে অন্যান্য শ্রমিকরা গত বুধবার সকাল থেকে খনির গেটে অবস্থান ধর্মঘট শুরু করে। শ্রমিক নেতারা ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহাল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এ কারণে খনি থেকে পাথর উত্তোলন বন্ধ হয়ে গেছে।
অপর একটি সূত্রে জানা গেছে, নিরাপত্তার অভাবজনিত কারণে পাথর খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) অনির্দিষ্টকালের জন্য পাথর উত্তোলন বন্ধ রেখেছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পাথর খনি অর্থ্যাৎ মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল) এর উপ-মহাব্যবস্থাপক সৈয়দ রফিজুল ইসলাম জানান, গত বুধবার থেকে খনি থেকে পাথর উত্তোলন বন্ধ রয়েছে। শ্রমিকরা ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি’র অধীনে খনিতে কাজ করে। সরাসরি এমজিএমসিএল’র অধীনে নয়। তারপরও বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
মন্তব্য করুন