সিরাজগঞ্জে বেগুনসহ সব ধরনের সবজির দাম বেড়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন ধরনের সবজির দাম ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া অসচ্ছল মানুষেরা। সিরাজগঞ্জের বাজারগুলোতে নিজেদের চাহিদা মিটাতে ক্রেতাদের ব্যাপক ভিড় থাকলেও দ্রব্য মূল্য বৃদ্ধির কারণে সবজিসহ চাউলের দামও কেজিতে ৩/৪ টাকা বেড়েছে।
গত এক সপ্তাহের ব্যাবধানে সবজি সহ কাঁচামালের মূল্যের দাম ব্যাপক বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজি বেগুন ১০৫-১১০ টাকা, কাঁচামরিচ ১২০ টাকা, পেঁয়াজ ৫৫-৬০ টাকা, কাঁচা পেপে ৪০-৫০ টাকা, টমেটো ১০০ টাকা, পটল ৩০-৪০ টাকা, লাউ ৬০-৭০ টাকা (আকার ভেদে) পিচ, মিষ্টি কুমড়া ৪০ টাকা কেজি, আদা ৮০-১০০ টাকা, করলা ১০০ টাকা কেজি।
তাছাড়াও গরুর মাংস ৭৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। খাসির মাংস ১১-১২শ’ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া সোনালী মুরগি ২১০ টাকা থেকে বেড়ে ২৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে। সিরাজগঞ্জ শহরের বড় বাজারের বাজারে আসা ক্রেতা রফিকুল ইসলাম, রাম কুন্ডু জানান, গত কয়েকদিনে কাঁচা বাজারের প্রতিটি জিনিসের মূল্য অনেক বৃদ্ধি পেয়েছে। শহরের বাহিরগোলা বাজারের বিক্রেতা হামিদ বলেন, আমরা বিভিন্ন হাট ও আড়ত থেকে সবজি ক্রয় করে বিক্রি করে থাকি। প্রতিটি ক্ষেত্রেই দাম কিছুটা বেশি তাই আমরাও সেই ভাবে বিক্রি করি।
আরও পড়ুনতাছাড়াও শহরের পৌর কাঁচাবাজার, কাঠেরপুল, বাজার স্টেশন বাজার, কালিবাড়ি বাজার, মাসুমপুর বৌ বাজার সহ প্রতিটি বাজারেই সবজির মূল্য দিন দিন বেড়েই চলেছে। এব্যাপারে ব্যাবসায়ী আব্দুস সামাদ জানায়, একদিকে কয়েকদিনের টানা বৃষ্টি, যমুনার পানি বৃদ্ধিতে অনেক সবজি ক্ষেতে পানি ঢুকে সবজি নষ্ট হয়ে গিয়েছে।
তাছাড়াও চলমান বর্ষা মৌসুমে পরিবহণে অসুবিধা জনিত কারণে মূল্য বৃদ্ধি সহ মালামাল সংগ্রহ করা দুরূহ হয়ে পড়েছে তাই দাম বৃদ্ধি পেয়েছে। কিছু সুবিধা ভোগী ব্যবসায়ী মহলের কারসাজিতে মূল্য বৃদ্ধি পাচ্ছে বলে জানায় সচেতন মহল। অপর দিকে খেটে খাওয়া মানুষেরা কাঁচাবাজারে প্রতিটি দ্রব্য মূল্য বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছে।
মন্তব্য করুন