ভিডিও শনিবার, ০৫ জুলাই ২০২৫

সিটি কর্পোরেশনের ছায়া পড়েছে বগুড়া পৌরসভার বাজেটে

সিটি কর্পোরেশনের ছায়া পড়েছে বগুড়া পৌরসভার বাজেটে। ছবি : দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : বগুড়া সিটি কর্পোরেশন হওয়ার ছায়া পড়েছে পৌরসভার ঘোষিত বার্ষিক বাজেটে। গত ৩০ জুন বগুড়া পৌরসভায় আগামী অর্থ বছরের জন্য যে বাজেট ঘোষণা করা হয়েছে তাতে প্রকল্প থেকে আয়ের খাত ধরা হয়েছে ৩০৫ কোটি টাকা। সব মিলিয়ে ৪০২ কোটি ৪ লাখ ১৭ হাজার ৬৬৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

এই বাজেটে পৌরকর খাতে আয় ৪৩ কোটি ৩৫ লাখ টাকা, রেইট খাত থেকে আয় ২৬ কোটি ২৫ লাখ টাকা, ফিস বাবদ আয় ১ কোটি ১৩ লাখ ৩৮ হাজার টাকা ইজারা খাত থেকে ৫ কোটি ২৫ লাখ টাকা, অন্যান্য খাতে আয় ৪০ লাখ ৫০ হাজার, বিবিধ আদায় ৪ কোটি ৫ লাখ টাকা, রাজম্ব খাতে সরকারি অনুদান ১ কোটি ২০ লাখ টাকা আয় ধরা হয়েছে। ৪০২ কোটি টাকার ঘোষিত বাজেটে প্রকল্প হিসেবে ৩০৫ কোটি টাকা পাওয়া যাবে বলে মনে করে তা বাজেটে অন্তভুক্ত করা হয়েছে।

ঘোষিত বাজেটে প্রকল্প হিসেবে এত বড় আয়ের উৎস দেখানোটাকে সিটি কর্পোরেশন হওয়ার পূর্বাভাস বলে মনে করছেন নগরের বিশিষ্টজনেরা। তারা মনে করছেন, যেহেতু বগুড়া সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার পথে তাই এতবড় বাজেট ঘোষণা করা হয়েছে। বগুড়া সিটি কর্পোরেশনে উন্নীত করার পর বিভিন্ন প্রকল্প তৈরী হবে। সেই খাতে সরকারী বরাদ্দ মিলবে।

আরও পড়ুন

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়ার অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম মনে করেন এই বাজেট ঘোষণা করা হয়েছে সিটি কর্পোরেশন ঘোষণা হবে এরই উপর ভিত্তি করে। ধরেই নেওয়া হচ্ছে চলতি অর্থ বছরে বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা হবে। সিটি কর্পোরেশন ঘোষণা করা হলে থোক বরাদ্দ প্রয়োজন হবে। সরকার সিটির উন্নয়নে প্রকল্প তৈরীর মাধ্যমে বিভিন্ন বরাদ্দ দিবে।

এ কারণেই এত বড় বাজেট ঘোষণা করা হয়েছে এবং এর মধ্যে ৩০৫ কোটি টাকা প্রকল্প আয় থেকে ধরা হয়েছে। বগুড়া পৌর প্রশাসক মাসুম আলী বেগ বলেন, সিটি কর্পোরেশন নয় এটি বগুড়া-পাবনা উন্নয়ন প্রকল্পের মত অনেক প্রকল্প রয়েছে। এই বাজেটে সেই সব প্রকল্প থেকে সম্ভব্য আয় ধরা হয়েছে। এই প্রকল্প গুলো আসতেও পারে আবার নাও আসতে পারে। তারপরও বাজেটে ধরা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি জনগণের রাজনীতি করে ক্ষমতার রাজনীতি করে না : ওবায়দুর রহমান চন্দন

হিলি স্থলবন্দর দিয়ে ভারতে জুস রপ্তানি

সিরাজগঞ্জের রায়গঞ্জের একমাত্র হাসপাতালের সামনের পাকা রাস্তার বেহাল দশা

৮ জেলায় ঝোড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দিনাজপুরের খানসামায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোরে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার