চাঁপাইনবাবগঞ্জে আন্ত:জেলা ডাকাত সর্দার মানিক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে ৭ মামলার আসামি আন্ত:জেলা ডাকাত সর্দার মানিক আলীকে ২শ’ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেছে পুলিশ।
তিনি জেলার গোমস্তাপুর উপজেলার বাবুপুর গ্রামের মৃত তহুরুল ইসলামের ছেলে। আজ শনিবার (৫জুলাই) বিকেল ৪টায় কানসাট বাসস্ট্যান্ড এলাকায় সড়কের উপর হেরোইন ক্রয়-বিক্রয়কালে গ্রেফতার হয় মানিক।
আরও পড়ুনশিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরিয়া বলেন, উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেনের নেতৃত্বে শিবগঞ্জ থানা পুলিশের ডাকাত বিরোধী বিশেষ অভিযানে জেলার শিবগঞ্জ, সদর, গোমস্তাপুর ও ভোলাহাট থানায় দায়ের হত্যা, ডাকাতি, দস্যুতা, ছিনতাই, মাদক, চুরিসহ অন্তত: ৭ মামলার আসামি কূখ্যাত ডাকাত মানিক গ্রেফতার হয়েছে। তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
মন্তব্য করুন