ভিডিও শুক্রবার, ০৯ মে ২০২৫

নতুন ছাত্র সংগঠনের নেতৃত্বে যারা

সংগৃহীত,নতুন ছাত্র সংগঠনের নেতৃত্বে যারা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির সমম্বয়কদের উদ্যোগে ‌‘শিক্ষা, ঐক্য, মুক্তি’ স্লোগান নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)’। তবে আত্মপ্রকাশকে কেন্দ্র করে নতুন দলের কমিটিতে বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। 

আজ বুধবার বিকাল ৩টায় মধুর ক্যান্টিনে সংগঠনটির আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশের কথা ছিল। তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়ে তা পৌনে ৫টা পর্যন্ত বিলম্বিত হয়।


নতুন ছাত্র সংগঠনের নেতৃত্বে যারা

আরও পড়ুন

সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমম্বয়ক আবু বাকের মজুমদার। কেন্দ্রের সদস্য সচিব পদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দপ্তর সেলের সম্পাদক জাহিদ আহসান, সংগঠনটির মুখ্য সংগঠক পদে কেন্দ্রীয় সমম্বয়ক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী, সংগঠনটির মুখপাত্র হিসেবে কেন্দ্রীয় সমন্বয়ক আশরেফা খাতুন রয়েছেন। এছাড়া, যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন তৌহিদ মোহাম্মদ সিয়াম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে সমন্বয়ক রশীদুল ইসলাম রিফাত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক পদে আছেন কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে লিমন মাহমুদ হাসান, সিনিয়র সদস্য সচিব হিসেবে আল-আমিন সরকার, বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব পদে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী  মুহির আলম। এছাড়া মুখ্য সংগঠক পদে সমন্বয়ক হাসিব আল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র হিসেবে আছেন সাবেক সমন্বয়ক রাফিয়া রেহনুমা হৃদি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার পলাশবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নড়াইলে রাতে নিখোজ পরে বিলে মিলল রক্তাক্ত মরদেহ

আপ বাংলাদেশে আহ্বায়ক কমিটিতে পদ পেলেন যারা

নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচে ফেলে যাওয়া মাংস দেখতে উৎসুক জনতার ভিড়

পাবনার সাঁথিয়ায় বাঙ্গি চাষে সাফল্য দেখছেন কৃষকরা

জুলাইয়ের নতুন সংগঠন ‘আপ বাংলাদেশ’-এর আত্মপ্রকাশ