ভিডিও রবিবার, ০৬ জুলাই ২০২৫

বগুড়ার ধুনটে যুবদল নেতার ওপর ককটেল হামলা, স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

সংগৃহিত,ধুনটে যুবদল নেতার ওপর ককটেল হামলা, স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগের মশাল মিছিল থেকে যুবদল নেতার ওপর ককটেল হামলার অভিযোগে করা মামলায় রাসেল মাহমুদ (৩৫) নামে স্বেচ্ছাসেবকলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৬জুলাই) দুপুর ১২টায় ধুনট  সদরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। রাসেল মাহমুদ ধুনট পৌর এলাকার সদরপাড়া গ্রামের আব্দুল বারিকের ছেলে। সে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি।

মামলা সূত্রে জানা যায়, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ১৭ ফ্রেব্রুয়ারী সন্ধ্যায় শহরের শহীদ মিনার চত্বরে জয় বাংলা শ্লোগান দিয়ে মশাল মিছিল করতে থাকে। এ সময় যুবদল নেতা রিপন সেখ ও তার লোকজন তাদের বাঁধা দেয়। তখন মশাল মিছিলকারীরা যুবদল নেতার ওপর ককটেল হামলা চালায়।

এ ঘটনায় ১৯ ফেব্রুয়ারী ধুনট পৌরসভার ২নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক চরপাড়া গ্রামের রিপন সেখ বাদি হয়ে থানায় এ মামলা দায়ের করেন। ওই মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এই মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে রাসেল মাহমুদকে গ্রেফতার করা হয়েছে।  

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩১৭

বিএনপিকে ‘সংস্কারবিরোধী’ বলে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে: মির্জা ফখরুল

ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

কোনো দেশে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত থাকার নজির নেই: সালাহউদ্দিন

হারুন-বিল্পবের বিরুদ্ধে মামলা করেছি তাদেরকে দ্রুত গ্রেপ্তার করুন

জামায়াতসহ কিছু দল নির্বাচন নিয়ে ডাবল স্ট্যান্ডবাজি করছে: রিজভী