ভিডিও সোমবার, ০৭ জুলাই ২০২৫

কোন সিদ্ধান্ত ছাড়াই হামাস-ইসরাইলে প্রথম দফার বৈঠক শেষ

কোন সিদ্ধান্ত ছাড়াই হামাস-ইসরাইলে প্রথম দফার বৈঠক শেষ, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় যুদ্ধবিরতি নিয়ে কাতারের দোহায় হামাস ও ইসরাইলি প্রতিনিধিদলের মধ্যে প্রথম দফার বৈঠকটি কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। সোমবার (৭ জুলাই) ফিলিস্তিনি সূত্রের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দুটি ফিলিস্তিনি সূত্র জানিয়েছে, কাতারে হামাস-ইসরাইলের পরোক্ষ আলোচনায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য ইসরাইলি প্রতিনিধিদলের কাছে যথেষ্ট ক্ষমতা বা ম্যান্ডেট ছিল না। রয়টার্স বরছে, ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর চলতি বছরে তৃতীয়বারের মতো সোমবার ওয়াশিংটন সফরে যাচ্ছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামনি নেতানিয়াহু। তার একদিন আগে রোববার দোহায় এই যুদ্ধবিরতির আলোচনা শুরু হয়।

সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, ‘দোহায় পরোক্ষ আলোচনার প্রথম অধিবেশনের পর এটি স্পষ্ট যে, চুক্তিতে পৌঁছানোর জন্য ইসরাইলি প্রতিনিধি দলকে যথেষ্ট পরিমাণে ক্ষমতা দেওয়া হয়নি।’ আলোচনায় যোগ দেওয়ার আগে নেতনিয়াহু জানিয়েছিলেন, হামাসের সবশেষ দাবিগুলো ইসরাইলের কাছে গ্রহণযোগ্য নয়। তা সত্ত্বেও তিনি দোহায় প্রতিনিধিদল পাঠিয়েছেন।

আরও পড়ুন

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে গাজায় একটি যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তির ভালো সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন। হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্ট এ মন্তব্য করলেন। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে হোক বা সম্পর্ক-কখনো একজন প্রকৃত সঙ্গী পাইনিঃবাঁধন

গত ১৬ বছর জিয়া পরিবার সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে

জরুরি অবস্থা আইন সংশোধনে একমত বিএনপি: সালাহউদ্দিন

ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেত্রী

মৌলিক সংষ্কার ও জুলাই সনদ ছাড়া কোন বিকল্প চিন্তা নয়----নাহিদ ইসলাম

একনলা বন্দুক ও শক মেশিনসহ সাবেক সেনা সদস্য গ্রেপ্তার