মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ : বাবরের স্ত্রী

স্বামীর খালাসের রায় শুনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান। তিনি বলেন, দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ন্যায়বিচার পেয়েছি। এজন্য মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ।আজ রোববার (১ ডিসেম্বর) মৃত্যুদণ্ড থেকে লুৎফুজ্জামান বাবরের খালাস পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন বাবরপত্নী। তাহমিনা জামান বলেন, এতদিন অপেক্ষা করা যে কী কষ্ট তা একমাত্র ভুক্তভোগীরাই বলতে পারবে। আদালত ন্যায়বিচার করেছেন।
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশ গ্রেনেড হামলা মামলায় আপিল করে আজ রোববার খালাস পান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ মামলার সব আসামি। বিচারিক আদালতের রায় বাতিল করে এদিন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।এর আগে চার দিন আপিলের ওপর শুনানি হয়। শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য ছিল। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, সাক্ষিরা ঘটনার বর্ণনা করেছেন, কিন্তু কে গ্রেনেড নিক্ষেপ করেছেন তা কোনো সাক্ষি বলেননি। এছাড়া ২১ আগস্টে কে গ্রেনেড সরবরাহ করেছে তা চার্জশিটে উল্লেখ করেননি কোনো তদন্ত কর্মকর্তা।
আরও পড়ুনমন্তব্য করুন