ভিডিও মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

দু’দেশের জন্যই লাভজনক শুল্কচুক্তি চায় ঢাকা: শফিকুল আলম

দু’দেশের জন্যই লাভজনক শুল্কচুক্তি চায় ঢাকা: শফিকুল আলম, ছবি: সংগৃহীত।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দু’দেশের জন্যই লাভজনক শুল্কচুক্তি চায় ঢাকা। তিনি জানান, বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ বিষয়ে আমেরিকান কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে এবং আগামী ৯ জুলাই আরেক দফা আলোচনা হওয়ার কথা রয়েছে বলে ।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে শফিকুল আলম লিখেছেন, বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বর্তমানে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও প্রতিনিধি দলের অংশ হিসেবে রয়েছেন।

বাংলাদেশ সরকার গতকাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি চিঠি পেয়েছে, যেখানে বলা হয়েছে আগামী ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন

বাংলাদেশের প্রতিনিধি দল ইতোমধ্যে আমেরিকান কর্মকর্তাদের সঙ্গে একাধিক দফা আলোচনা করেছে। আগামী ৯ জুলাই আরেক দফা আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন শেখ বশিরউদ্দিন। ঢাকা আশা করছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন একটি শুল্কচুক্তি হবে যা উভয় দেশের জন্যই লাভজনক হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ফিরলেন তাসকিন

যুক্তরাষ্ট্রের ঘোষিত ৩৫ শতাংশ শুল্ক চূড়ান্ত না : অর্থ উপদেষ্টা

প্রশাসনিক স্থবিরতার কারণেই ‘মব কালচার’ এর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে : রিজভী

আকু’র দেনা শোধের পর রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের কম

টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, ভেঙে পড়েছে ফেনীর যোগাযোগ ব্যবস্থা

হাসিনা আমলের পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না : সিইসি