ভিডিও মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি গ্রেফতার ২

ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি গ্রেফতার ২

ভোলার তজুমদ্দিনে ধর্ষণের পর ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৭ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুই জন হলেন- উপজেলার চাচড়া ইউনিয়নের বাসিন্দা গিয়াস উদ্দিন ফরাজি (২৮) ও রাসেল (৩২)।

আজ মঙ্গলবার (৮ জুলাই)  তাদের আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

মামলার এজাহারে থেকে জানা গেছে, ভুক্তভোগী নারীর (২৫) স্বামী মারা গেছেন, বাবার বাড়িতে থাকেন। ১০ জুন রাতে ছেলেকে নিয়ে ঘুমিয়ে ছিলেন তিনি। তার মা ও ভাই বাড়িতে ছিলেন না। রাতে শৌচাগারে যাওয়ার জন্য তিনি বাইরে বের হন। তখন গিয়াস উদ্দিন ও রাসেল তাকে জোর করে তুলে নিয়ে যায়। গিয়াস উদ্দিন ধর্ষণ করে ও রাসেল ভিডিও ধারণ করে। পরে তাকে নিয়মিত শারীরিক সম্পর্কের প্রস্তাব দেওয়া হয়। রাজি না হলে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

ওই ঘটনায় ভুক্তভোগী নারীর ভাই বাদী হয়ে গত রবিবার তজুমদ্দিন থানায় মামলা করেন। মামলার বাদী বলেন, তিনি বিষয়টি জানতে পেরে মানসম্মানের ভয়ে এত দিন কিছু বলেননি। কিন্তু রাস্তায় বের হলে আসামিরা তাকে আকার-ইঙ্গিতে নানা কিছু বলতো। বোনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিত। নানা রকম ভয়ভীতি দেখিয়ে তাদের অতিষ্ঠ করে তোলে। তাকে গাঁজা-মাদক দিয়ে ধরিয়ে দেবেন বলেও হুমকি দেন।

তজুমদ্দিন থানার ওসি মহব্বত খাঁ বলেন, মামলার করার পর গতকাল সকালে ওই নারীকে ভোলা সদর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয়। পরে তিনি আদালতে জবানবন্দি দেন। এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে সিরিজ হাতছাড়া বাংলাদেশের

বগুড়ায় ১১শ পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার

যে কারণে বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মারা যাচ্ছে মানুষ

বগুড়ার শেরপুরে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৬ জন গ্রেফতার

জুলাই স্মৃতি স্তম্ভ বানাতে’ ভেঙে ফেলা হচ্ছে জামালপুরের বিজয় চত্বর

ফেইসবুকে কু-রুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়ায় শাজাহানপুরে ৭ আইডি‘র বিরুদ্ধে জিডি