নাটোরের বাগাতিপাড়ায় চালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় এক চালককে কুপিয়ে ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটে।
জানা যায়, আজাদ আলী (৩৭) জামনগর কুঠিপাড়া গ্রামের বাসিন্দা ও আলাল মন্ডলের ছেলে। গতকাল মঙ্গলবার ভোরে তিনি নিজ বাড়ি থেকে কলা বোঝাই ব্যাটারিচালিত ভ্যানযোগে কলা বিক্রির উদ্দেশ্যে পুঠিয়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পকেটখালি পুলিশ ক্যাম্পের অদূরে একদল দুর্বৃত্ত রাস্তার উপর বাঁশ ফেলে তার পথরোধ করে।
এসময় ভ্যান থামাতেই দুর্বৃত্তরা তাকে জোরপূর্বক নামিয়ে কুপিয়ে জখম করে। পরে কলাগুলো রাস্তায় ফেলে ভ্যান নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা। রক্তাক্ত অবস্থায় আজাদ আলীকে পড়ে থাকতে দেখে পথচারীরা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আরও পড়ুনসেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন