ভিডিও বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

শারীরিক নির্যাতনের ভিডিও ভাইরাল

বগুড়ার কাহালুতে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু

বগুড়ার কাহালুতে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু। প্রতীকী ছবি

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালু উপজেলার কাজিপাড়া হাটে ৪৮ বছরের মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধারের পরদিন থেকে তার মৃত্যু স্বাভাবিক নয় বলে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। এছাড়াও ওই ব্যক্তি মারা যাবার আগে তাকে কাঠের খড়ি দিয়ে শারীরিক নির্যাতনের একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

উল্লেখ্য, চলতি ৫ জুলাই শনিবার সকালে কাহালু থানার পুলিশ উপজেলার বীরকেদার ইউনিয়নের কাজিপাড়া হাটের দোকান ঘরের টিনের ছাউনির নিচ থেকে ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। স্থানীয় লোকজন জানান, ওই ব্যক্তি গত দু’সপ্তাহ আগে থেকে হাটের ছাউনির নিচে অবস্থান করছিলেন।

এরপর শনিবার সকালে আশেপাশের লোকজন তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে থানায় সংবাদ দেন। এদিকে প্রথমে ওই ব্যক্তির মৃত্যু সম্পর্কে স্থানীয়রা তেমন একটা কিছু বলতে না পারলেও তার মৃত্যুর পরদিন থেকে স্থানীয় লোকজন বলতে শুরু করেন তার মৃত্যু স্বাভাবিক নয় শারীরিক নির্যাতনে তিনি মারা গেছেন। এছাড়া তার ওপর নির্যাতনের একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর জানা যায়, মৃত্যুর ১৫/১৬ দিন আগে ওই ব্যক্তি ছাতুয়ারপাড়া গ্রামে অবস্থিত কাজিনগর আবাসন প্রকল্প এলাকায় গেলে আবাসনের বাসিন্দা মকবুল হোসেনের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মকবুলসহ আরও একজন আবাসন বটতলায় বাবুল সাকিদারের দোকানের সামনে তাকে শারীরিক নির্যাতন চালায়। এরপর আহতাবস্থায় তিনি কাজিপাড়া হাটে পৌঁছে সেখানে একটি দোকান ঘরের টিনের চালার নিচে আশ্রয় নেন। পরবর্তিতে সেখানে চিকিৎসার অভাবে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

এ বিষয়ে কাহালু থানার অফিসার ইনচার্জ নিতাই চন্দ্র সরকার বলেন, ওই ব্যক্তিকে শারীরিক নির্যাতন করার ভিডিওটি দেখেছেন। তিনি আরও বলেন, মকবুল ওই এলাকার একজন মাদক ব্যবসায়ী বলেও জানতে পেরেছেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের উলিপুরের চরাঞ্চলের গ্রাহকরা সৌর বিদ্যুৎ নিয়ে বিপাকে

ঠাকুরগাঁওয়ে লোমহর্ষক দস্যুতা আট লাখ টাকা লুটের ঘটনায় গ্রেফতার ৩

আবার নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : জাকির

বড়পুকুরিয়া কয়লা খনির ভূ-গর্ভে চাপা পড়ে চায়না শিফট ম্যানেজার নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অর্থ ও মাদকসহ ১০ জুয়াড়ি গ্রেফতার

সিরাজগঞ্জের তাড়াশে শিয়ালের কামড়ে নারীসহ আহত ৪