বগুড়ার কাহালুতে ট্যাপেন্টাডলসহ মাদককারবারি গ্রেফতার

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালু থানা পুলিশ গত সোমবার রাতে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আব্দুল মোমিনকে (৩৬) গ্রেফতার করেছে। মোমিন উপজেলার বীরকেদার ইউনিয়নের যোগারপাড়া গ্রামের মৃত ইব্রাহীম আলীর ছেলে।
কাহালু থানার এএসআই মোজাম্মেল হক ও সৈয়দ আরিফুল এহসান গত সোমবার রাত ১০টার দিকে বগুড়া-সান্তাহার সড়কের কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়ন এলাকাস্থ আজাদ পেপার মিলের দক্ষিণ পাশ থেকে ২০টি ট্যাপেন্টাডলসহ তাকে গ্রেফতার করে।
আরও পড়ুনএ বিষয়ে তার বিরুদ্ধে কাহালু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে গতকাল মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়।
মন্তব্য করুন