ভিডিও বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

পা ভাঙার জন্য কাউকে দায়ী করছেন না মুসিয়ালা

পা ভাঙার জন্য কাউকে দায়ী করছেন না মুসিয়ালা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পিএসজি’র বিপক্ষে খেলতে নেমে পা ভাঙার ঘটনায় কাউকে দোষারোপ করছেন না বায়ার্ন মিউনিখের তারকা ফুটবলার জামাল মুসিয়ালা। বুধবার এক বার্তায় এই মিডফিল্ডার বলেন, ‘এ ধরনের ঘটনা মাঝেমধ্যেই ঘটে।’

গেল শনিবার প্রথমার্ধের শেষ দিকে পিএসজি’র গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মার সঙ্গে সংঘর্ষে হাঁটুর নিচের হাড় (ফিবুলা) ভেঙে ফেলেন ২২ বছর বয়সী জার্মান তারকা। তার গোড়ালি ভেঙে স্থানচ্যুত হয়ে যায়। ভয়ংকর ইনজুরিতে পড়ার পর স্ট্রেচারে করে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয় মুসিয়ালাকে। আটলান্টা থেকে মিউনিখে ফিরিয়ে এনে তার সফল অস্ত্রোপচার হয়। চিকিৎসকরা জানান, কয়েক মাস মাঠের বাইরে থাকবেন মুসিয়ালা।

এ ঘটনায় বায়ার্নের গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ের দোনারুম্মার কঠোর সমালোচনা করে বলেন, ‘ওর এমন আচরণ দেখে মনে হয় সে তার প্রতিপক্ষকে আহত করার ঝুঁকি নিতে প্রস্তুত ছিল।’ বায়ার্নের স্পোর্টস বোর্ড সদস্য ম্যাক্স এবার্লও দোনারুম্মার সমালোচনা করে বলেন, ‘এরকম ঝাঁপ দিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতেই পারে। এই ধরনের পদক্ষেপ ঝুঁকিমুক্ত নয়।’

তবে মুসিয়ালা এ নিয়ে ভিন্ন মত পোষণ করেন এবং ইতালীয় গোলরক্ষককে দায়ী করতে অস্বীকৃতি জানান। ইনস্টাগ্রামে পোস্ট করা এক বার্তায় মুসিয়ালা লেখেন, ‘অস্ত্রোপচার খুব ভালো হয়েছে, আমি নিরাপদ চিকিৎসাধীন রয়েছি এবং আমি বলতে চাই, এই ঘটনার জন্য কাউকে দোষারোপ করার কিছু নেই। আমি মনে করি, এমন পরিস্থিতি মাঝে মাঝে ঘটে। এখন সামনের কিছু সময় শক্তি ও ইতিবাচক মনোভাব ফিরে পাওয়ার জন্য কাজে লাগাব।’

আরও পড়ুন

চোটের পর দোনারুম্মাকে মাঠে দৃশ্যত ভীত ও চিন্তিত দেখা যায় এবং পরে তিনি মুসিয়ালার উদ্দেশে বার্তা দিয়ে লেখেন, ‘তোমার জন্য আমার প্রার্থনা ও শুভকামনা রইল।’ মুসিয়ালা জবাবে বলেন, ‘তোমার বার্তার জন্য ধন্যবাদ এবং চিন্তা করো না! এটা ফুটবলেরই অংশ।’

এবারের মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ গোল ও ৮টি অ্যাসিস্ট করেছেন মুসিয়ালা। বায়ার্নের বুন্দেসলিগা শিরোপা জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ২২ বছর বয়সী এই তারকা ২০২৪ সালে জার্মান জাতীয় দলের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন এবং ২০২৩ সালে ইউরোপের সেরা অনূর্ধ্ব-২১ খেলোয়াড়দের জন্য প্রদত্ত গোল্ডেন বয় পুরস্কারে রানারআপ হন। ইতিহাসে সবচেয়ে কমবয়সী খেলোয়াড় ছিলেন তিনি। ১৯৫৮ সালের পর প্রথম কিশোর হিসেবে ২০২২ বিশ্বকাপে জার্মানির হয়ে খেলেন মুসিয়ালা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবির ভূমিদাতা কিশোরী লাল রায়ের শততম মৃত্যুবার্ষিকীতে ছাত্রদল নেতা রবিউলের উদ্যোগে প্রার্থনা সভা

বগুড়া প্রেস ক্লাবের নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বগুড়ার শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা আরেফিন গ্রেফতার

বগুড়ায় ধর্ষণের মামলায় কৃষি কর্মকর্তা জেলহাজতে

সাত মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু

বগুড়ার শিবগঞ্জে আ’লীগের সাবেক সভাপতি আজিজুলের চার বছর কারাদন্ড