ভিডিও শুক্রবার, ১১ জুলাই ২০২৫

এসএসসি’র ফলাফল প্রকাশের পর হট্টোগোল

বগুড়া জিলা স্কুল কেন্দ্রে ‘ক্যারিয়ার শিক্ষা’ বিষয়ে নম্বর কম দেওয়ার অভিযোগ

বগুড়া জিলা স্কুল কেন্দ্রে ‘ক্যারিয়ার শিক্ষা’ বিষয়ে নম্বর কম দেওয়ার অভিযোগ, ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : আজ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর বগুড়া জিলা স্কুল কেন্দ্রে পরীক্ষা দেওয়া শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা দুপুরের দিকে জিলা স্কুলে এসে হট্টোগোল শুরু করলে উত্তেজনা দেখা দেয়। তাদের অভিযোগ ওই কেন্দ্রের শিক্ষার্থীদের প্রত্যেককে ‘ক্যারিয়ার শিক্ষা’ বিষয়ে ৫০ নম্বরের স্থলে ২৫ নম্বর কম প্রদান করায় তারা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। এতে অনেক শিক্ষার্থীর ফলাফলে বিপর্যয় দেখা দিয়েছে বলে তাদের অভিযোগ। এসময় জিলা স্কুলের শিক্ষার্থীরা তাদের হট্টোগোল করতে নিষেধ করলে উত্তেজনা আরও বেড়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

জিলা স্কুলের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব সেলিমা নাসরিন দাবি করেন, বোর্ডের সার্ভারের ত্রুটির কারণে ৫০ নম্বরের স্থলে হয়তো ২৫ নম্বর হয়ে গেছে। এ বিষয়ে বোর্ড কর্তৃপক্ষ আগামী রোববার বিষয়টি সংশোধন করে দেবেন বলে তাকে আশ্বস্ত করেছেন।

আজ এসএসসি’র ফলাফল প্রকাশের পর অনেক শিক্ষার্থীই বুঝতে পারেন, অন্যান্য বিষয়ে বেশি নম্বর পাওয়া সত্ত্বেও এই একটি বিষয়ে অস্বাভাবিকভাবে নম্বর কম। এতে অনেক শিক্ষার্থীর জিপিএ কমে গেছে।

আরও পড়ুন

জানা গেছে, বগুড়া জিলা স্কুল কেন্দ্রে মোট আটটি বিদ্যালয়ের ৮৮৩ জন শিক্ষার্থী ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। জিপিএ কমে যাওয়ার কারণে শিক্ষার্থীরা মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ব্যাপারে দুঃশ্চিন্তায় পড়েছে। বেশকিছু শিক্ষার্থী অভিযোগ করেছে, তারা সব বিষয়ে ৯৫-এর বেশি নম্বর পেয়েছে, অথচ এই একটি বিষয়ে অর্ধেক নম্বর কমে যাওয়ায় তাদের রেজাল্ট আশানুরূপ হয়নি এবং ভর্তির বিষয়টি ঝুঁকির মধ্যে পড়েছে।

জিলা স্কুলের প্রধান শিক্ষক সেলিমা নাসরিন বলেন, রাজশাহী শিক্ষা বোর্ডের সাথে যোগাযোগ করা হয়েছে। বোর্ড আগামী রোববার সংশোধিত ফল প্রকাশের আশ্বাস দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবারের সাথেই জন্মদিন উদযাপন করবো :পূর্ণিমা

জবির ভূমিদাতা কিশোরী লাল রায়ের শততম মৃত্যুবার্ষিকীতে ছাত্রদল নেতা রবিউলের উদ্যোগে প্রার্থনা সভা

বগুড়া প্রেস ক্লাবের নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বগুড়ার শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা আরেফিন গ্রেফতার

বগুড়ায় ধর্ষণের মামলায় কৃষি কর্মকর্তা জেলহাজতে

সাত মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু