ভিডিও শুক্রবার, ১১ জুলাই ২০২৫

বাড়ছে কিশোর গ্যাংয়ের দৌড়াত্ম

বগুড়ার শেরপুরের স্কুলছাত্র নির্যাতনের ভিডিও ভাইরাল

বগুড়ার শেরপুরের স্কুলছাত্র নির্যাতনের ভিডিও ভাইরাল, ছবি সংগৃহীত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুর উপজেলার ভীমজানি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে অপর চার শিক্ষার্থী মিলে মারধরের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, চার ছাত্র মিলে এক ছাত্রকে মারধর করছে এবং সেই দৃশ্য ভিডিও ধারণ করা হচ্ছে। মারধরের শিকার স্বপ্ন এবং অভিযুক্ত জিমসহ অন্যরা ভীমজানি এলাকার বাসিন্দা এবং ভীমজানি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

আজ বৃহস্পতিবার ভিডিওটির সূত্র ধরে এলাকায় গিয়ে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, জিম নামের এক ছাত্র দীর্ঘদিন ধরে স্কুলে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। শিক্ষার্থীদের মারধর, হুমকি, এমনকি দেশীয় অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখানো তার প্রতিদিনকার কাজ হয়ে দাঁড়িয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, জিম প্রায়ই চাকু নিয়ে স্কুলে আসে এবং যেকোনো অজুহাতে শিক্ষার্থীদের হুমকি দেয়, মারধর করে। তার কথা না শুনলেই বিপদ।

স্থানীয় এক যুবক জানান, শুধু স্কুলেই নয়, এলাকাতেও সে ভয়ঙ্কর হয়ে উঠেছে। কিছুদিন আগে তার বন্ধুকে চাকু দিয়ে আঘাত করেছিল বলে অভিযোগ করা হয়। এমনকি সম্প্রতি একজনকে চুরিকাঘাতের ঘটনায় এক কিশোর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। অভিযোগ উঠেছে, সেই ঘটনাটির সাথেও জিম জড়িত।
ভুক্তভোগী স্বপ্ন বলেন, পরীক্ষা শেষে আমাকে ডেকে এনে মারধর করেছে। কেন মারছে সেটাও আমি জানি না।

এ বিষয়ে অভিযুক্ত জিম দাবি করে, ‘আমার ভাতিজিকে ডিস্টার্ব করেছিল স্বপ্ন, এজন্য তাকে ডেকে চড়-থাপ্পড় মেরেছি। তবে চাকু নিয়ে ঘোরাফেরা বা অন্যদের হুমকি দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’

আরও পড়ুন

ভীমজানি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একেএম জহিরুল ইসলাম বলেন, জিমের কারণে বিদ্যালয়ে একের পর এক বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। বহুবার সতর্ক করার পরেও কোনো পরিবর্তন হয়নি। তাকে টিসি দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছিল, কিন্তু স্থানীয় চাপে তা বাস্তবায়ন সম্ভব হয়নি।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন করতোয়াকে বলেন, ভিডিওর কথা শুনেছি, এখনো কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবারের সাথেই জন্মদিন উদযাপন করবো :পূর্ণিমা

জবির ভূমিদাতা কিশোরী লাল রায়ের শততম মৃত্যুবার্ষিকীতে ছাত্রদল নেতা রবিউলের উদ্যোগে প্রার্থনা সভা

বগুড়া প্রেস ক্লাবের নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বগুড়ার শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা আরেফিন গ্রেফতার

বগুড়ায় ধর্ষণের মামলায় কৃষি কর্মকর্তা জেলহাজতে

সাত মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু