দুপুরের মধ্যে বজ্রসহ ঝড়ের শঙ্কা, ৪ নদীবন্দরে সতর্কতা

দেশের চারটি অঞ্চলে আজ শুক্রবার (১১ জুলাই) দুপুর ১টার মধ্যে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
শুক্রবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এজন্য ওই অঞ্চলের নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। একই সময়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আরও পড়ুন
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশে বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সর্বোচ্চ ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে লক্ষ্মীপুরে।
তবে আগামী রোববার (১৩ জুলাই) থেকে আবার বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর।
মন্তব্য করুন