ভিডিও শুক্রবার, ১১ জুলাই ২০২৫

জুলাই সনদ, বিচার, নির্বাচন সব প্যাকেজ আকারে হতে হবে: হাসনাত আবদুল্লাহ

জুলাই পদযাত্রার অংশ হিসেবে যশোরে এনসিপির মতবিনিময় সভায় কথা বলছেন হাসনাত আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, অনেক বলে আমরা নির্বাচন পেছাতে চাই, এটা ঠিক না। আমরা নির্বাচন চাই কিন্তু আমাদের দাবি  জুলাই সনদ, বিচার, নির্বাচন সব প্যাকেজ আকারে হতে হবে।

 

শুক্রবার (১১ জুলাই) সকালে জুলাই-আগস্ট আন্দোলনে নিহত শহিদ পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এনসিপির চলমান জুলাই পদযাত্রার অংশ হিসেবে সকাল সাড়ে ১১টায় যশোরের একটি হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় হাসনাত আব্দুল্লাহ বলেন, ৫ আগস্টের পূর্ববর্তী ব্যবস্থা ত্রুটিপূর্ণ। ওই ব্যবস্থায় ফেরা যাবে না। আওয়ামী লীগ ও হাসিনার বিচার নিশ্চিত করতে হবে, তাদের নিয়ে নির্বাচন হবে না। তিনি বলেন, আগামীতে ৫ আগস্টকে মব বলা হবে। কারণ আওয়ামী লীগকে ভোট ফেরানোর নামে অপরাজনীতি চলছে। এটা হলে তারা আমাদের জঙ্গি আখ্যায়িত করবে।

বিএনপি নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, জুলাই আন্দোলনসহ গত ১৬ বছরের আন্দোলনে তৃণমূলের কর্মীরা নির্যাতিত হলেও নেতারা বিলাসী জীবনযাপন করেন। তারা আওয়ামী লীগের সাথে ব্যবসা করেছেন। আমরা বলি তৃণমূলের কর্মীদের ত্যাগ ও রক্তের সঙ্গে বেঈমানি করবেন না।  হাসনাত বলেন, এখন অবস্থা এমন যে বিএনপির বিবেচনায় নাকি সব হবে, এটা হতে দেয়া হবে না। মাঠের বাইরে বসে খেলা নিয়ন্ত্রণ করা যাবে না। খেলতে হলে প্লেয়ার হিসেবে মাঠে আসতে হবে। ফ্যাসিজমকে ফেরানোর ছক আঁকা হচ্ছে। কমিশনের অনেকের কার্যক্রম সন্দেহজনক। তাদের বিরুদ্ধে সোচ্চার আছে জুলাই যোদ্ধারা। তিনি বলেন, আমরা বাংলাদেশে পন্থি নির্বাচন কমিশন, গণমাধ্যম, সরকার দেখতে চাই। ব্যক্তি পূজা সিস্টেমে চলছে, এর থেকে বের হতে হবে। এজন্য তিন আগস্ট জুলাই সনদ দাবির আন্দোলনে যোগ দেয়ার আহ্বান জানান হাসনাত।

আরও পড়ুন

জুলাই আহতদের চিকিৎসা সঠিকভাবে হচ্ছে না এমন অভিযোগের প্রেক্ষিতে হাসনাত আব্দুল্লাহ বলেন, স্বাস্থ্য উপদেষ্টার বেতন দেয়া অপচয় হয়েছে। তিনি জুলাই আন্দোলনের স্প্রিটের সাথে সমন্বয় করতে পারছেন না। তবে আহতদের চিকিৎসার বিষয়ে এনসিপি ভূমিকা পালন করবে।

 

সভায় এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, জুলাই সনদ দ্রুত ঘোষণা করতে হবে। এতেই জুলাই যোদ্ধাদের শক্তি লুকায়িত। সেটা লিখিতভাবে সংবিধানে স্থান দিতে হবে। কিন্তু তারা বলে গণপরিষদ ভোট ছাড়া এটা সংবিধানে সংযুক্ত সম্ভব না। ফলে সংবিধান পরিবর্তন হতে হবে। বর্তমানে সংবিধান পরিবর্তন না হলে আওয়ামী লীগ থেকে যাবে।

মতবিনিময় সভায় এনসিপির নেতা তাসনিম জারা, নুসরাত তাবাসসুমসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় যশোরের ৪ শহিদ পরিবারের সদস্য ও আহতরা অংশ নেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরি

বগুড়ার দুপচাঁচিয়ায় জোড়া হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়ের

জয়পুরহাটের আক্কেলপুরের গনিপুর মাদরাসায় কেউ পাশ করেনি

রাজধানীতে ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা, চট্টগ্রামে বিক্ষোভ

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার ঘটনায় যুবদলের দুই নেতাকে আজীবন বহিষ্কার

১১ জুলাই প্রথম প্রতিরোধ দিবস : আসিফ মাহমুদ