নওগাঁর মহাদেবপুরে গৃহবধূর আত্মহত্যা

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁ মহাদেবপুরে এক বছরের শিশু সন্তানকে বিছানায় রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আসমা খাতুন (২৩) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের বামনসাতা মাদ্রাসা পাড়ায়। নিহত আসমা বামনসাতা মাদ্রাসা পাড়ার মো. জাকারিয়ার স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানায়, জাকারিয়া বগুড়ায় একটি অটো রাইস মিলে কাজ করার কারণে সেখানেই থাকতেন।
গৃহবধূ আসমা তার শিশু সন্তানকে নিয়ে গ্রামে শ্বশুর-শাশুড়ির সাথে থাকতেন। গতকাল বৃহস্পতিবার রাতে শিশুটির কান্না শুনে আসমার শাশুড়ি তাকে ডাকতে থাকেন। কিন্তু কোন সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত আসমাকে দেখতে পান। পাশেই বিছানার উপর এক বছরের শিশুটি কান্নাকাটি করছিল। খবর পেয়ে সকালে তার স্বামী জাকারিয়া বাড়িতে আসেন।
আরও পড়ুনঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন রেজা বলেন, এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন