এটা আমার কোচিং ক্যারিয়ারের সেরা সময় : পিএসজি কোচ এনরিকে

স্পোর্টস ডেস্ক : লুইস এনরিকে আসার পর পিএসজি হারিয়েছে কিলিয়ান এমবাপ্পের মতো তারকাকে। মহাতারকা নেইমার ও বিশ্বসেরা লিওনেল মেসিও অন্য ঠিকানা খুঁজে নেন। তাদেরকে নিয়ে প্যারিস ক্লাব যা পারেনি, তা তারা করে দেখিয়েছে কোনও তারকা ছাড়াই। প্রথম ক্লাব বিশ্বকাপ ফাইনালের আগে সেই কথা বললেন কোচ এনরিকে, যার ছোঁয়ায় খোলনলচে পাল্টে গেছে পিএসজি। মাসখানেক আগে ঐতিহাসিক চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে পিএসজি। ক্লাব বিশ্বকাপে যোগ দিয়ে সাবেক দুই খেলোয়াড় মেসি ও এমবাপ্পের মুখোমুখি হয়েও নিজেদের সামর্থ্য দেখিয়েছে। ইন্টার মায়ামি ও রিয়াল মাদ্রিদ বধের পর এখন তারা প্রথম ক্লাব বিশ্বকাপ ট্রফি থেকে এক জয় দূরে ফরাসি চ্যাম্পিয়নরা।
আগামীকাল রবিবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে চেলসির মুখোমুখি হবে পিএসজি। সেখানেই সংবাদ সম্মেলনে এনরিকে বললেন, ‘শুধু এক বা দুইজন নয়, ১১ তারকাকে নিয়ে আমাদের একটি দল হতে হবে। শুধু ১১ কেন, সম্ভবত ১৩ জন, ১৫ জন তারকা... আসল তারকা তো পুরো দল। আমাদের ক্লাব এমনটাই ভাবে। আমরা তারকা চাই, কিন্তু সেটা দলের জন্য।’ দলের কেন্দ্রীয় চরিত্র এনরিকে, এমনটা অনেকে মনে করেন। তবে স্প্যানিশ কোচের পা মাটিতে। তার মতে, সাধারণ একটি লক্ষ্যে চোখ রেখে দলের প্রতি খেলোয়াড়দের দায়বদ্ধতার কারণেই এমন সাফল্য।
এনরিকে বললেন, ‘আমি তারকা নই। আমি আমার কাজ পছন্দ করি। আমার ক্যারিয়ার উপভোগ করি, বিশেষ করে কঠিন সময়গুলোতে। যখন ভালো কিছু হয় না, তখন আমি ভালোবোধ করি। জয়ের সবচেয়ে ভালো দিক হলো আমাদের যারা অনুসরণ করে তাদেরকে খুশি করা। আমি যখন প্রশংসিত হওয়ার চেয়ে সমালোচিত হই, তখন আমি আরও ভালো কিছু হয়ে উঠি।’
আরও পড়ুনবার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো এনরিকে তার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর সময় কাটাচ্ছেন। কিন্তু রবিবারের ফাইনাল জেতার আগে নিজেকে সফল বলতে নারাজ, ‘সম্ভবত এটা আমার কোচিং ক্যারিয়ারের সেরা সময়। কিন্তু এখনও ফাইনাল জেতার বাকি আছে। যখন সেটা জিতবো, তখন না হয় এটা নিয়ে কথা বলবো।’
মন্তব্য করুন