ভিডিও রবিবার, ১৩ জুলাই ২০২৫

দিনাজপুরের কাহারোল হাটের রাস্তায় যানজট ভোগান্তিতে সাধারণ মানুষ

দিনাজপুরের কাহারোল হাটের রাস্তায় যানজট ভোগান্তিতে সাধারণ মানুষ। ছবি : দৈনিক করতোয়া

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোল উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত উত্তরবঙ্গের সর্ববৃহৎ কাহারোল গরুর হাট। বিশেষ করে আজ শনিবার (১২ জুলাই) ভোর থেকে শুরু করে পার্শ্ববর্তী জেলা থেকে ভটভটি ও মিনি ট্রাকে করে ব্যবসায়ীরা কাহারোলের হাটে গরু বিক্রির জন্য নিয়ে আসেন। রাস্তায় গাড়ি থেকে গরু নামার ফলে হাটের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তির শিকার হয় পথচারী ও এ্যামবুলেন্সে রোগীসহ সাধারণ জনগণ।

আজ শনিবার (১২ জুলাই) সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন অনেক পথচারী। মো. সাইফুল ইসলাম নামে এক পথচারী বলেন, এক ঘন্টা ধরে ভ্যানে বসে আছেন। যানজটের কারণে ভ্যান সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না। মো. মাসুম নামে আরেক পথচারী জানান, হাটের দিন গরুবাহী গাড়ি যদি হাটের বাইরে উঠা নামা করে তাহলে এই যানজট হবে না।

এ ব্যাপারে হাটের ইজারাদার শ্যামল চন্দ্র রায় বলেন, রাস্তা সরু হওয়ায় একটা গাড়ি গেলে অন্য গাড়ি যেতে পারে না। গাড়ি পার্কিংয়ের জায়গা না থাকায় রাস্তার উপরে গাড়ি থেকে গরু নামাতে হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম বলেন, রাস্তায় গাড়ি দাঁড়িয়ে গরু না নামানোর জন্য ইজারাদারকে বলা হয়েছে।

আরও পড়ুন

কাহারোল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন জানান, রাস্তায় যাতে কোন গরুর গাড়ি না রাখা হয় এ ব্যাপারে হাটের ইজারাদারকে বলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের দেশজুড়ে বৃষ্টির আভাস

বগুড়ার শাজাহানপুরে ফোরকান হত্যা মামলায় আ’লীগের দুই নেতা গ্রেফতার

বগুড়ার শেরপুরে মাদ্রাসা সুপার মাওলানা আতাউর রহমান গ্রেফতার

দিনাজপুর পৌরসভার আশি ভাগ সড়কেরই বেহাল অবস্থা

বগুড়ার দুপচাঁচিয়ার নাগর নদে অবাধে চলছে পোনা মাছ নিধন

মির্জা ফখরুলের ভাইয়ের ওপর হামলা, গাড়ি ভাঙচুর