বগুড়া সারিয়াকান্দিতে যুবকের রহস্যজনক মৃত্যু

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সারিয়াকান্দিতে সজিব মিয়া (২৪) নামে একজন যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। সজিব উপজেলার কুতুবপুর ইউনিয়নের তালতলা এলাকার শরিফ উদ্দিনের ছেলে। আজ রবিবার(১৩ জুলাই) সকালে সারিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
পরিবার সূত্রে জানা গেছে, সজিব মিয়া ছাইহাটা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে এক বিষয়ে অকৃতকার্য হয়েছে। তারা দুই ভাই। বড় ভাই গত ২০১৯ সালে গলায় ফাঁস দিয়ে মারা গেছে। সজিবের মা মিষ্টি খাতুন গত ২০১২ সালে মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে মারা গেছেন। গত শনিবার রাতে সজিব রাতের খাবার শেষে নিজ কক্ষে ঘুমিয়ে পরেছিল। এরপর আজ শনিবার সকালে রাস্তার ধারে তার বাড়ির প্রবেশপথে সজিবের মৃতদেহ পরে থাকতে দেখে স্হানীয় এলাকাবাসী। স্থানীয়দের ডাকাডাকির পর তার পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পারে। পরে তারা বিষয়টি সারিয়াকান্দি থানাকে অবহিত করে। এরপর সারিয়াকান্দি থানার পুলিশ রবিবার সকাল ৯ টার দিকে সজিবের লাশ উদ্ধার করে সারিয়াকান্দি থানায় নিয়ে আসে।
সজিবের বাবা শরিফ উদ্দিন বলেন, পরিবারে আমি একা থাকায় রান্নাবান্না আমরা বাপ ছেলে মিলেই করতাম। রাতে আমরা একসাথে রান্না করেছি এবং রাতে একসাথে খাওয়াদাওয়া করে ঘুমিয়ে পরেছি। রাতে কখন যে সজিব বাড়ি থেকে বের হয়ে গেছে তা আমার জানা নেই। সকালে ফজরের নামাজ পরতে যাওয়া লোকজনের ডাকে আমার ঘুম ভাঙে। ঘুম থেকে জেগে দেখি আমার ঘরের দরজা খোলা এবং গেইটও খোলা। গেটের পাশে ছেলের রক্তাক্ত মরদেহ পরে আছে। তার কপালে আঘাতের চিহ্ন রয়েছে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, ঘটনার সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। মরদেহের কপালে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। এটা হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলমান রয়েছে। ভিক্টিমের মরদেহ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের মর্গে প্রেরণ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন