মিরসরাইয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

মিরসরাইয়ে ইয়াবা পাচারের সময় জুয়েল মন্ডল (৩৫) নামে বাস চালকের সহকারীকে চার হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ।
আজ রোববার (১৩ জুলাই) দুপুরে উপজেলার হাদিফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী বিপুল পরিবহন বাসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জুয়েল টাঙ্গাইল জেলার কালিহাতি থানার শল্লা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাগমারা পাতাল কান্দি এলাকার নিজাম মন্ডল বাড়ির নিজাম মণ্ডলের ছেলে।
আরও পড়ুনমিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে উপজেলার হাদিফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়ি তল্লাশি করা হয়। এ সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা বিপুল পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-৮৮৯৮) নামের বাসটিকে থামানো সংকেত দিলে বাস দাঁড়ানোর সঙ্গে সঙ্গে চালকের সহকারী জুয়েল মন্ডল (৩৫) পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। এ সময় তার প্যান্টের দুই পকেট থেকে চার হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১২ লাখ টাকা।’
তিনি আরও বলেন, এই ঘটনায় জুয়েল মণ্ডলের নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে একই দিন বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন