বগুড়ায় ফেনসিডিল ও গাঁজাসহ দুইজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ফেনসিডিল ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার দিনগত রাত সোয়া ১টার দিকে র্যাব-১২ বগুড়ার সদস্যরা শহরতলীর বনানী এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল ও প্রায় ২৬ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করে।
র্যাব সূত্র জানায়, গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো-কুড়িগ্রামের ভুরুঙ্গামারি উপজেলার মইদাম হাজিপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে শামীম মিয়া (২০) ও উলিপুর উপজেলার গরুরহাটি মুন্সিপাড়া এলাকার মুসা মিয়ার ছেলে লিয়ন মিয়া (২২)। এদের বিরুদ্ধে বগুড়ার শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন