ভিডিও সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র‌্যাবের অভিযানে পুত্রবধূকে (১৮) ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার এজাহারনামীয় পলাতক আসামি শ্বশুর টুলু আলীকে (৫০) গ্রেফতার করা হয়েছে। সে শিবগঞ্জের সালামপুর গ্রামের গাজলুর রহমানের ছেলে। গত শনিবার দিবাগত রাত ১টায় কানসাট ডোবরা এলাকা থেকে টুলুকে গ্রেফতার করা হয়।

গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস নোটে এ ব্যাপারে বিস্তারিত জানানো হয়। এজাহার সূত্রে র‌্যাব জানায়, প্রায় ৫ বছর আগে টুলু আলীর ছেলের সাথে বিয়ে হয় ভুক্তভোগীর। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় অশ্লীল কথাবার্তা বলে তাকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিত টুলু। বিষয়টি গৃহবধূ তার স্বামী ও স্বামীর পরিবারকে জানালেও কোন ফল হয়নি।

এরই ধারাবাহিকতায় গত ২ জুন সন্ধ্যায় বাড়িতে মেয়েটির স্বামী ও শাশুড়ি না থাকার সুযোগে পূর্ব পরিকল্পনা মতো পুত্রবধূকে জোরপূর্বক ৪টি ঘুমের ওষুধ খাইয়ে তাকে ধর্ষণ করে। গভীর রাতে তরুণীর ঘুম ভাঙলে আসামি আবারও জোরপূর্বক দফায় দফায় ধর্ষণ করে ও ঘটনা কাউকে না জানানোর হুমকি দেয়।

আরও পড়ুন

এরপর গত ৪ জুন মেয়েটি তার নানাবাড়ি গিয়ে স্বজনদের ঘটনা জানায়। ওইদিনই আসামি সেখানে গিয়ে মেয়েটিকে নিয়ে আসার চেষ্টা করলে তাকে আটক করে শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়ন পরিষদে সোপর্দ করা হয়। বিষয়টি জানাজানি হলে আসামির স্বজনরা ঘটনা মীমাংসার কথা বলে ইউনিয়ন পরিষদ থেকে টুলুকে ছাড়িয়ে নিয়ে যায়। এরপর থেকে পলাতক ছিলেন টুলু।

পরে এ ঘটনায় মেয়েটি গত ৭ জুলাই শিবগঞ্জ থানায় মামলা করেন। এরপর র‌্যাবের অভিযানে গত রোববার গ্রেফতার হন টুলু। তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, আসামিকে গতকাল রোববার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক খুন

টাকা ফেরত না দিয়েই চাকরি থেকে অব্যাহতি নিলেন এক ক্বারি শিক্ষক, শর্ত না মেনে চাকরি

বগুড়ায় এবার দেড়শ’ কোটি টাকার আগাম শীতকালিন সবজি চাষের লক্ষ্য

রাকসু নির্বাচনে মোট প্রার্থী ৩০৬ জন : চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ব্যালট নম্বর পেল প্রার্থীরা

বগুড়ার সোনাতলায় গোসাইবাড়ী-হাট করমজা সড়কের বেহাল দশা

যেকোন ইস্যুতে ছাত্রশিবির শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দেবে : এজিএস মহিউদ্দীন খান