ভিডিও মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

পিছিয়ে গেলো সৌরভের বায়োপিক নির্মাণ

ছবি : সংগৃহীত,পিছিয়ে গেলো সৌরভের বায়োপিক নির্মাণ

বিনোদন ডেস্ক : সৌরভ গাঙ্গুলির বায়োপিক নির্মাণের আলোচনা বেশ পুরনো। গত মাসে সৌরভ নিজেই জানিয়েছিলেন তার চরিত্রে কে অভিনয় করবেন। সেসময় জানানো হয়, এবছর পূজার পরেই নাকি ছবির শুটিং শুরু হবে, যার অনেকটা জুড়ে থাকবে কলকাতা। তবে আজ জানা গেল নতুন খবর। এ বছর নয়, পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগামী বছর শুটিং শুরু হবে।

সিনেমার মুখ্য অভিনেতা রাজকুমার রাও ভারতীয় গণমাধ্যমে জানিয়েছেন, পর্দায় সৌরভ গাঙ্গুলি হয়ে ওঠার জন্য এখনও প্রস্তুতি সম্পূর্ণ হয়নি তার। তাকে আরও অনেক কিছু শিখতে হবে, অভ্যাস করতে হবে। তবেই তিনি পর্দায় নিখুঁতভাবে সৌরভ গাঙ্গুলি হয়ে উঠতে পারবেন। সেজন্য পরিচালক বিক্রম মোতওয়ানে এবং প্রযোজক লাভ রঞ্জনের কাছে শুটিং পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। পাশাপাশি রাজকুমার নিজেই বলেছেন, ‘আমি ক্রিকেট খেলতে জানি। কিন্তু দাদার (সৌরভ) মতো বাঁ-হাতি খেলোয়াড় নই। সবার আগে সেটা রপ্ত করতে হবে।’

এ দিকে এ-ও শোনা যাচ্ছে, একা রাজকুমার নন, ছবির পরিচালক-প্রযোজকেরও নাকি একই ইচ্ছা। তারা এখনও চিত্রনাট্য নিয়ে ঘষামাজা করছেন। সাম্প্রতি কিছু ঘটনাও নাকি যুক্ত হচ্ছে চিত্রনাট্যে, যার জন্য নতুন করে চিত্রনাট্য ঘষামাজার কাজ চলছে।
আপাতত মন দিয়ে বাংলা শিখছেন রাজকুমার। বাঙালি স্ত্রী পত্রলেখা ইতিমধ্যেই তাকে অনেকটা শিখিয়ে ফেলেছেন।

আরও পড়ুন

সদ্য মুক্তি পেয়েছে অভিনেতার নতুন ছবি ‘মালিক’। তারই সংবাদ সম্মেলনে তিনি কিছু কথোপকথন বাংলা থেকে হিন্দিতে রূপান্তর করে শোনান। এছাড়া, নিয়মিত শরীরচর্চাও করছেন। যাতে যে কোনও দৃশ্য সাবলীলভাবে পর্দায় ফুটিয়ে তুলতে পারেন।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে ফাস্ট ফুডের হাওয়া শহরের খাবার এখন গ্রামে

ডিবি হারুন পারসোনালি ফোন দিয়ে আমাকে ডাকতেন: ডা. সাবরিনা

ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

মার্কিন শুল্কের চাপ নিয়ে ব্যবসায়ীরা উদ্বিগ্ন : আমীর খসরু

আলোচিত ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি গ্রেপ্তার

সাকিব না থাকায় দল নিয়ে বিলাসিতা করার সুযোগ নেই: সালাউদ্দিন