ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

দিনাজপুরের খানসামায় ৬৮ কেজি গাঁজাসহ আটক ১

দিনাজপুরের খানসামায় ৬৮ কেজি গাঁজাসহ আটক ১

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামায় প্রায় ৬৮ কেজি গাঁজাসহ আকিবুল ইসলাম (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটক আকিবুল ইসলাম ওই এলাকার মৃত হাফেজ উদ্দিনের ছেলে। গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে উপজেলার ভাবকী ইউনিয়নের মারগাঁও তফির মেম্বার পাড়া এলাকায় তার বাড়ি থেকে আটক করা হয়। এসময় তার শয়নকক্ষ থেকে একটি স্টিলের ট্রাঙ্কে রাখা ৬৭.৪ কেজি গাঁজা জব্দ করে পুলিশ।

থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ নজমূল হকের নেতৃত্বে এসআই মোস্তাক বিল্লাহ, এসআই আলমাস, এএসআই শরিফুল ও এএসআই আব্দুর রউফ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা। অভিযান চলাকালে পার্শ্ববর্তী চিরিরবন্দর উপজেলার নশরতপুর বটিকাটা পাড়া এলাকার আজাহার আলী (৫০) পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন

এবিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ নজমূল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৬৭.৪ কেজি গাঁজাসহ আকিবুল ইসলামকে নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের চলমান অভিযান অব্যাহত থাকবে। থানা পুলিশের এ সফল অভিযানে সন্তোষ প্রকাশ করে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি কামরুজ্জামান সরকার বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত রাখতে উপজেলা প্রশাসন সহযোগিতা প্রদান করবে। এইজন্য সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন থাকতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজ বগুড়ার একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ

‘রাজাকারের নাতিপুতি’ বলায় শিক্ষার্থীরা অপমানিত বোধ করেছিলেন: নাহিদ

বিয়ের দাবিতে প্রেমিক বাড়িতে অনশনে তরুণী, আত্মহত্যার হুমকি

শহরজুড়ে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ, আতঙ্কে শিশুদের সাথে বড়রাও

বেগুনের কোরমার সহজ রেসিপি

ডাবলিনে ১৩৬ বছরের রেকর্ড ভাঙলেন বেথেল