নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নৌকা ‘ওঠানামা’

অনলাইন ডেস্ক: আবারও নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে আওয়ামী লীগের নামের পাশে নৌকা প্রতীক ফিরেছে। গতকাল ইসির ওয়েবসাইট থেকে নৌকা সরানোর পর কয়েক মিনিটের জন্য ফিরে আবারও ওয়েবসাইট থেকে উধাও হয়েছিল। তবে এখন আবারও ইসির ওয়েবসাইটে নৌকা দেখা যাচ্ছে।বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে নির্বাচন কমিশনের ওয়েবসাইট আওয়ামী লীগের নামের পাশে নৌকা প্রতীক দেখা যায়।
এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব আলী নেওয়াজ বলেন, গতকাল সচিব স্যার সংবাদ সম্মেলনের পর আমি আর কিছু জানি না। এখন আবার দেখা গেলে, আমি সেটা জানি না। আমি সচিব স্যারের ব্রিফিংয়ের পরে আর কিছু জানি না। এর আগে, নির্বাচন কমিশনের (ইসি) সচিবের ব্রিফিংয়ের পর সন্ধ্যায় আবার ওয়েবসাইটে আওয়ামী লীগ (নিবন্ধন স্থগিত) এর নামের পাশে তিন কলামে নিবন্ধনের তারিখ, প্রতীকে নাম ও প্রতীক ফিরে।
গতকালের সন্ধ্যা ইসির ওয়েবসাইটে আবারো নৌকা ফেরাকে ভৌতিক ঘটনা বলেছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। এ বিষয়ে তিনি কিছুই জানেন না বলেও জানান। সচিব এই কথা বলার পর কয়েক মিনিটের মধ্যে আবারও ওয়েবসাইট থেকে নৌকা নাই হয়ে যায়।গতকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ বলেন, এখন জনমনে কিছু কথাবার্তা দেখা যাচ্ছে যে নৌকা প্রতীক নিয়ে। মোটামুটিভাবে দ্বিধাদ্বন্দ্ব আছে। তাই বিভ্রান্তি যেন না থাকে বা এ ধরনের কোনো রকমের কনফিউশন যাতে না থাকে, সেই জিনিসটাকে এলিমিনেট করার জন্য এটা করা হয়েছে। যেহেতু স্থগিত আদেশের আওতায় বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধনটা এখন আছে। সেজন্য কমিশন মনে করেছে যে, এটাকে সরিয়ে রাখা হয়েছে। এর বাইরে আর কোনো কারণ নাই।
আরও পড়ুনতিনি জানান, প্রশ্ন হচ্ছে যে শিডিউলে নৌকা থাকবে কি না, হ্যাঁ শিডিউলে নৌকা থাকবে। কিন্তু নৌকাটা ব্যবহার সংরক্ষিত থাকবে। এটা আর কেউ ব্যবহার করতে পারবে না। এইটাই হচ্ছে কথা।
কারও চাপে সরিয়ে ফেলা হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান, এটার সঙ্গে কারোর কোনো চাপ বা কোনো কিছু নাই। এটা বিভিন্ন জায়গা থেকে জিজ্ঞাসা করা হচ্ছে। মূল জায়গাটা হচ্ছে যে গেজেট। সে গেজেটে তো এটা বহাল আছে।
মন্তব্য করুন