এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছে অরিজিৎ সিং
_original_1752748989.jpg)
পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। নির্মাণ করতে যাচ্ছেন প্যান ইন্ডিয়া ছবি। জানা গেছে, সিনেমাটি হবে একটি জঙ্গল অ্যাডভেঞ্চারভিত্তিক। এটি প্রযোজনা করছে মহাবীর জৈনের প্রযোজনা সংস্থা মহাবীর জৈন ফিল্মস।
বর্তমানে ছবিটির কাস্টিং ও প্রি-প্রোডাকশনের কাজ চলছে। খুব শিগগিরই এই ছবিটির শিরোনাম এবং অভিনেতাদের নাম ঘোষণা করা হবে। সিনেমাটির গল্প লিখেছেন অরিজিৎ এবং কোয়েল সিং। মাত্র কয়েক বছরেই সংগীত জগতে অরিজিৎ সিং নিজের যে জায়গা তৈরি করেছেন তা অভাবনীয়।
আরও পড়ুনবহু বছর ধরে ধারাবাহিকভাবে স্পটিফাইতে সর্বাধিক অনুসরণকারী ভারতীয় শিল্পী হিসেবে নিজের জায়গা ধরে রেখেছেন। দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। এবার বলিউডে নতুন পরিচয় তৈরির পথে।
মন্তব্য করুন