ভিডিও শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

হামলা করে তারা ভেবেছিল পদযাত্রা শেষ হয়ে যাবে: নাহিদ ইসলাম

হামলা করে তারা ভেবেছিল পদযাত্রা শেষ হয়ে যাবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘হামলা করে তারা ভেবেছিল পদযাত্রা শেষ হয়ে যাবে। তারা সুযোগের ব্যবহার করে ভেবেছিল সারাদেশে আতঙ্ক তৈরি করবে। মানুষ আর আমাদের পদযাত্রায় আসবে না।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে রাজবাড়ী শহরের রেলগেটে এনসিপির পদযাত্রার পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের লক্ষ্য নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। গণঅভ্যুত্থানের পড় যে ইনসাফ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলাম সেটি বিনির্মাণে আমাদের লড়াই করতে হবে। লড়াই কেবল একদিকে নয় অনেক দিকে। তবে আমরা সেটার জন্য প্রস্তুত রয়েছি। সেই লড়াইয়ে যোগ দিতে ৩ আগস্ট শহীদ মিনারে আসার আহ্বান রইল।

তিনি বলেন, ‘সবার আগে সমস্যা খুঁজে বের করতে হবে। যদি আমরা সমস্যাই না জানি তাহলে সমাধানটা কীভাবে করব? তাই আমরা এখন সারাদেশে সমস্যা খুঁজে বেড়াচ্ছি। সমস্যার সমাধানের রাজনীতি আমরা করতে চাই।

আরও পড়ুন

এনসিপির এ নেতা বলেন, ‘যদি তারা সশস্ত্র কায়দায় হামলা না করতো তাহলে সেখানে অনেক মানুষ উপস্থিত হতো। আজ রাজবাড়ীতে যত মানুষ হয়েছে গোপালগঞ্জেও ঠিক ততটা মানুষ আসতেন। মেধাবী সন্তানরা আমাদের জাতীয় নাগরিক পার্টিতে রয়েছেন। যারা এ দল নয় পুরো বাংলাদেশকে বিশ্বের বুকে উজ্জ্বল করছেন।

এ সময় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম-আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্যসচিব ডাক্তার তাসনিম জারাসহ কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

লামায় বন্ধ থাকা সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত

চাকরি দেওয়ার নামে প্রতিবন্ধী যুবকের কাছ থেকে সাড়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় ছাত্রদলকর্মী নিহত

‘জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও মানুষের কাছে দৃশ্যমান’

জামালপুরে অপহরণের পর স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন