ভিডিও রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

পাকিস্তান-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন

পাকিস্তান-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ট্রফি উন্মোচন তরা হয়েছে। আজ শনিবার (১৯ জুলাই) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে দুই দলের অধিনায়ক লিটন দাস ও সালমান আগা আনুষ্ঠানিকভাবে সিরিজ ট্রফি উন্মোচন করেন।

এই সিরিজে শ্রীলংকার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজের স্কোয়াড নিয়েই মাঠে নামছে বাংলাদেশ দল। শ্রীলংকার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জেতা লিটন দাসের দল পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য নিয়েই খেলবে পাকিস্তানের বিপক্ষে। শ্রীলংকা সিরিজে বাংলাদেশের ব্যাটিং বিভাগে উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে। দুই ওপেনার রানের দেখা পেয়েছেন, তিন নম্বরে ব্যাট হাতে লিটন দাস খেলেছেন গুরুত্বপূর্ণ ইনিংস। পাশাপাশি সিরিজজুড়ে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন বাংলাদেশের বোলাররা।

আরও পড়ুন

প্রসঙ্গত, সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলো আগামী ২০, ২২ ও ২৪ জুলাই সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের ফুলবাড়ীতে দুই বাড়িতে চুরি

এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশে সাকিব

দেশে থাকলে আমাকে ভিক্ষা করে খেতে হতো

‘হয়তো ভুল অনেক করেছি, ক্ষমা চাইলেন সোহেল রানা

ঢাবি রিসার্চ সোসাইটির জরিপ অনুযায়ী শিবির প্যানেল এগিয়ে

ভোলায় মসজিদের খতিবকে হত্যা: জড়িতদের বিচারের দাবিতে ৩ কর্মসূচি ঘোষণা