ভিডিও রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশে সাকিব

সাকিব আল হাসান।

স্পোর্টস ডেস্ক: এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ প্রকাশ করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। যেখানে বাংলাদেশ থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান।

স্পিন অলরাউন্ডার হিসেবে সাকিবের সঙ্গে এ একাদশে আছেন পাকিস্তানের সাবেক তারকা শহীদ আফ্রিদি। বিশেষজ্ঞদের তৈরি করা এই দলে ভারত থেকে সর্বোচ্চ চারজন, শ্রীলঙ্কা থেকে তিনজন, পাকিস্তান থেকে দুইজন এবং আফগানিস্তান ও বাংলাদেশ থেকে একজন করে ক্রিকেটারকে রাখা হয়েছে।

ক্রিকইনফোর এই একাদশে ইনিংস উদ্বোধনে থাকছেন শ্রীলঙ্কার সনাথ জয়সুরিয়া ও মাহেলা জয়াবর্ধনে। তিন নম্বরে ভারতের বিরাট কোহলি, চার নম্বরে সুর্যকুমার যাদব এবং পাঁচ নম্বরে অধিনায়ক ও উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনি। ছয় নম্বরে জায়গা পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। এরপর আছেন শহিদ আফ্রিদি।

ব্যাটিং অর্ডার হিসেবে এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশে আট নম্বরে আছেন আফগান স্পিনার রশিদ খান। দলের পেস আক্রমণে থাকছেন পাকিস্তানের উমর গুল, ভারতের জাসপ্রিত বুমরাহ ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। দ্বাদশ ব্যক্তি হিসেবে রাখা হয়েছে পাকিস্তানের স্পিনার সাঈদ আজমলকে।

আরও পড়ুন

এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ:

সনাথ জয়সুরিয়া, মাহেলা জয়াবর্ধনে, বিরাট কোহলি, সুর্যকুমার যাদব, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাকিব আল হাসান, শহীদ আফ্রিদি, রশিদ খান, উমর গুল, জাসপ্রিত বুমরাহ ও লাসিথ মালিঙ্গা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া জেলা শ্রমিকলীগের সভাপতি সালাম ও স্বেচ্ছাসেবক লীগ নেতা পিয়াস গ্রেফতার

৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ

সাইয়্যেদুল মুরসালিন (সা.) এর জীবনাচরণ

জয়পুরহাটের কালাই শিয়ালের কামড়ে একই গ্রামের আহত ১০

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরির ঘটনায় মামলা গ্রেফতার ৩

বগুড়ায় শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ারসহ দুইজন খুন