ভিডিও সোমবার, ২১ জুলাই ২০২৫

আমরা দিল্লির আধিপত্য উৎখাত করেছি ওয়াশিংটনের দাসত্ব করার জন্য নয় : আল্লামা মামুনুল হক

আমরা দিল্লির আধিপত্য উৎখাত করেছি ওয়াশিংটনের দাসত্ব করার জন্য নয় : আল্লামা মামুনুল হক

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : শাপলা চত্বরে গণহত্যা, পিলখানা গণহত্যা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার ও খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ অনুষ্ঠিত হয়। গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক।

তিনি বলেন, আমরা জাতিসংঘের মানবাধিকার কমিশনকে বাংলাদেশে গ্রহণ করতে প্রস্তুত না। জাতিসংঘের শান্তি মানবাধিকার কমিশন তাদের সেই পশ্চিমায় ইউরোপিয়ানদের সমকামীদের অসভ্যতা নিয়ে বাংলার মাটিতে যদি কাজ করতে চায় এদেশের তৌহিদী জনতা বুকের রক্ত দিয়ে সেটা প্রতিহত করবে ইনশাল্লাহ। ২০২৪ সালে আগস্ট মাসে আমরা দিল্লির আধিপত্য উৎখাত করেছি ওয়াশিংটনের দাসত্ব করার জন্য নয়।

গতকাল শনিবার দুপুরে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস সুন্দরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে গণসমাবেশের সভাপতিত্ব করেন সুন্দরগঞ্জ উপজেলা সভাপতি মুফতি মাহমুদ আল মামুন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ।

আরও পড়ুন

বাংলাদেশ খেলাফত মজলিস সুন্দরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুহিব্বুল্লাহ মুত্তালিবের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা শাখার উপদেষ্টা হাফেজ মাওলানা মানসুরুর রহমান খাঁন, জেলা সভাপতি মুফতি ইউসুফ কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা শাহ আলম ফয়েজী, হাফেজ আব্দুল মজিদ, ইঞ্জিনিয়ার মাহবুব আলম সরকার, মুফতি মাহমুদুল হাসান কাসেমী, হাফেজ মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।

পরে আল্লামা মামুনুল হক গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের নাম ঘোষণা করেন। এরমধ্যে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে মুফতী মাহমুদ আল মামুন, গাইবান্ধা-২ (সদর) আসনে হাফেজ আব্দুল মজিদ, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে মাওলানা শাহ আলম ফয়জী, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) মাওলানা সাইফুল ইসলাম ও গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে মুফতী আবু ইউসুফ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া নন্দীগ্রামে নিজ বাড়ি থেকে আ’লীগ নেতা গ্রেফতার

তিস্তা সেচ ক্যানেলে বাঁধ বিধ্বস্ত হয়ে ৯০ একর আমন ক্ষেত পানির নিচে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাবেক এপিপি এড. মিজান গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের বাড়ছে নদীর পানি অতিবৃষ্টিতে আক্রান্ত ১৩শ বিঘা জমির ফসল

রংপুরে ২১টি যানবাহনের ৪৫ হাজার টাকা জরিমানা

বগুড়া ফুলবাড়ীর শাকিল হত্যা মামলার আসামি রাজু ঢাকায় গ্রেফতার