ভিডিও বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার সান্তাহার পৌরসভা এলাকায় চুরি ও ছিনতাই বাড়ছে

বগুড়ার সান্তাহার পৌরসভা এলাকায় চুরি ও ছিনতাই বাড়ছে। প্রতীকী ছবি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভা এলাকায় চুরি ও ছিনতাই ঘটনা ক্রমেই বাড়ছে, চুরি, ছিনতাই ঘটনা বেড়ে যাওয়ায় পৌরবাসীর মধ্যে আতংক বিরাজ করছে। প্রাপ্ত তথ্যমতে. সম্প্রতি সান্তাহার পৌরসভা এলাকার নামা পোওতা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য সোহেল রানার বাসার বেলকনির গ্রীলকেটে দুবৃর্ত্তরা বাসায় ঢুকে প্রায় ৫০ হাজার টাকা ও ১২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

এরপর গত বৃহস্পতিবার ১৭ জুলাই দিবাগত রাতে সান্তাহার পৌরসভা এলাকার উপহার টাওয়ারের সামনে ন্যাটো ফার্মেসিতে চুরি, পরদিন শুক্রবার দিবাগত রাতে সান্তাহার রোজা ব্যাটারি হাউজ ও মনিকা মার্কেটে মতি মিল স্টোরে চুরি এবং স্টেশন রোড এলাকায় লেবু মিয়া নামে এক বাদাম বিক্রেতা ২৫শ’ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আরও পড়ুন

এছাড়া কলাবাগান এলাকাসহ কয়েকটি এলাকায় প্রায় রাতে ছিনতাইয়ের ঘটনা ঘটছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। এসব চুরি ও ছিনতাইয়ের ঘটনায় পৌরবাসীদের মাঝে আতংক বিরাজ করছে। সান্তাহার ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দৃল মান্নান বলেন, চুরি ও ছিনতাই রোধে পুলিশের অভিযান চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন ঘিরে জাবিতে কড়া নিরাপত্তা

ট্রাম্পের প্রচারণা চালানো চার্লি কার্ককে বিশ্ববিদ্যালয়ে গুলি করে হত্যা

আসন বিন্যাসের প্রতিবাদে আবারও ফরিদপুরে মহাসড়ক অবরোধ

জাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু

বগুড়ার শিবগঞ্জের ময়দানহাট্টা উপস্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা

সোনার রেকর্ড দাম, ভরি-১ লাখ ৮২ হাজার, সাধারণ মানুষের সোনা কেনার সীমাবদ্ধতা