চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গৃহবধূ হত্যা মামলার আসামি দম্পতি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় র্যাবের অভিযানে গত ৫ জুলাই জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামে খালেদা বেগম (২৬) নামে ৬ মাসের এক শিশু সন্তানের জননী এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় পলাতক আসামি এক দম্পতি গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, চৈতন্যপুর গ্রামের সলেমান আলীর ছেলে সাদিকুল ইসলাম (৩৮) এবং সাদিকুলের স্ত্রী মোকতারা বেগম (৩২)। গত রোববার ভোররাতে নাচোলের গোলাবাড়ি এলাকা থেকে ওই দম্পতিকে গ্রেফতার করা হয়।
গতকাল রোববার দুপুরে র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানটি নিশ্চিত করা হয়। র্যাব জানায়, ধাইনগর ইউনিয়নের বড়মহেষপুর গ্রামের প্রবাসী ইউসুফ আলীর স্ত্রী খালেদা ওরফে শুকমন পাশের চৈতন্যপুর গ্রামে বাবা সৈবুর আলীর বাড়িতে অবস্থানকালে বাড়ির সীমানা নিয়ে পাশের বাড়ির আপন চাচাতো ভাইদের সাথে বাকবিতন্ডা শুরু হয়।
আরও পড়ুনএকপর্য়ায়ে তাদের হাতে খুন হন খালেদা। এ সময় তার বাবা, মা ও বোন আহত হন। র্যাব আরও জানায়, গ্রেফতারকৃতদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন