ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের হোদেইদাহ বন্দরে হামলা চালানোর একদিন পর ইসরায়েলের প্রধান বিমানবন্দরে দ্বিতীয় বারের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল সেনাবাহিনী।
ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়ারয়া সারে জানিয়েছেন, হুতি বিদ্রোহীরা ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ফিলিস্তিন-২ নামের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এর একদিন আগে হুতি পরিচালিত হোদেইদাহ বিমানবন্দরে বিমান হামলা চালায় ইসরায়েল।
আরও পড়ুনইসরায়েল সেনাবাহিনী টেলিগ্রামে আরও জানায়, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইসরায়েলের একাধিক স্থানে সাইরেন বেজে ওঠে। তবে ওই ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছে। খবর : আরব নিউজ
মন্তব্য করুন