কুমিল্লায় পুকুরে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (২২ জুলাই) সকালে উপজেলার চিওড়া ইউনিয়নের সাকসি গ্রামের ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাকসি গ্রামের মো. দাউদের মেয়ে ইয়াসমিন আক্তার (৯) ও তৈয়াসা গ্রামের আব্দুল কাদেরের মেয়ে জান্নাত আক্তার (৮)। তারা উভয় নগর শরিফ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ ও ৩য় শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানান, স্কুলে যাওয়ার জন্য ইয়াসমিন ও জান্নাত দুজন বাড়ির পাশে একটি পুকুরে গোসলে যায়। দীর্ঘ সময় তাদের না দেখে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। পরে এলাকাবাসীর সহায়তায় দুজনের মরদেহ উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. শাহাদাদ হোসাইন বলেন, দুটি শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা করে দেখি হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
নগর দরবার শরিফের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফেরদৌস বলেন, জান্নাত ও ইয়াসমিন পড়ালেখায় খুব মেধাবি ছিল। তাদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
নিহত ইয়াসমিনের বাবা মো. দাউদ জানান, ইয়াসমিন এবং জান্নাত দুজন প্রায় সম বয়সী। জান্নাতের মা মারা যাওয়ার পর সে নানার বাড়ি থেকে পড়াশোনা চালিয়ে আসছে। মঙ্গলবার সকালে দুজন স্কুলে যাওয়ার জন্য গোসল করতে যায়। ঘরে ফেরা দেরি হচ্ছে দেখে পুকুরের ঘাটে যাই। সেখানে গিয়ে দেখি দুজনের স্কুলের পোশাক এবং স্যান্ডেল ঘাটে পরে আছে। পরে পুকুরে থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
মন্তব্য করুন