বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে
বগুড়ায় ৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু

বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে বগুড়া জিলা স্কুলের গেটে শুরু হয়েছে ৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজা।
জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, শিক্ষার্থীদের মোবাইল আসক্তি কমাতে, নিজেকে দক্ষ করে গড়ে তুলতে অবশ্যই ভালো মানের প্রয়োজন। বিশ্বসাহিত্য কেন্দ্রের এই বইমেলায় ১০ হাজারের অধিক বই আছে জানিয়ে শিক্ষার্থীদের বই কিনতে বলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াজেদ, জেলা শিক্ষা অফিসার মো. রমজান আলী আকন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাহবুব মোরশেদ, বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক সেলিনা নাসরিন, এটিএম রাশেদুল ইসলাম, রাজন দত্ত মজুমদার প্রমুখ।
আরও পড়ুনএই বইমেলা চলবে ২৫শে জুলাই শুক্রবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীদের জন্য মেলার স্টল উন্মুক্ত থাকবে। মাঠ পর্যায়ে মেলা আয়োজনে সহযোগী মেটলাইফ ফাউন্ডেশন। স্থানীয় পর্যায়ে মেলা আয়োজনে সহযোগিতা করছে বগুড়া জেলা প্রশাসন।
মন্তব্য করুন