ঠোঁট ফুলে ঢোল, এ কী অবস্থা উরফির?

বিনোদন ডেস্কঃ ভারতের আলোচিত-সমালোচিত মডেল উরফি জাভেদ। বিতর্ক সঙ্গে নিয়েই তার পথচলা। একের পর এক উদ্ভট পোশাকে রীতিমতো সবাইকে চমকে দেওয়াই তার নেশা। তবে এবার উরফিকে দেখে উদ্বিগ্ন ভক্তরা! তাঁর ঠোঁট-মুখ ফুলে ঢোল হয়েছে।
সম্প্রতি উরফি তার ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছেন। ওই ভিডিওটি মূলত ঠোঁটে ফিলার করা প্রক্রিয়া। যা ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
ভিডিওতে ফুটে উঠেছে ঠোঁট ফিলারের ভয়ংকর প্রক্রিয়া। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের ঠোঁট সুন্দর করার জন্য প্রথমে চিকিৎসক উরফির ঠোঁটে একটি ইনজেকশন পুশ করে। এরপরই ভয়ংকরভাবে অভিনেত্রীর ঠোঁট ফুলতে শুরু করে যেন যেকোনো সময় তা ফেঁটে যেতে পারে। এরপরই চেহারা ফুলে গিয়ে বিভৎস লাল রূপ নিতে শুরু করে।
ভিডিওতে আরও দেখা যায়, নির্দিষ্ট সময় পেরোনোর পর মুখ ও ঠোঁটের ফোলাভাব কমতে শুরু করে উরফির। এরপরই চেহারা ও ঠোঁটে আসে আসল গড়ন।
ভক্তরা এ ভিডিও দেখে রীতিমতো শিউরে উঠছেন। মন্তব্যের ঘরে অনেকেই জানাচ্ছেন তাদের প্রতিক্রিয়া। একজন লেখেন, এসব কেন করছো, তুমি এমনিতেই অনেক সুন্দর।
আরেকজন লেখেন, ক্যানসার হওয়ার জন্য এ উপায় তিনি বেছে নিয়েছে। এক ভক্ত রেগে গিয়ে লেখেন, প্রকৃতি বিরুদ্ধ এ কাজের নেতিবাচক প্রভাব অনেক ভয়ংকর।
প্রসঙ্গত, ২০১৬ সালে ভারতীয় সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় অভিনয় শুরু করেন উরফি জাভেদ। ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ওটিটি ১’-এ উপস্থিত হওয়ার পর খ্যাতি অর্জন করেন। রিয়েলিটি শো ‘দ্য ট্রেইটার্স ইন্ডিয়া’রও বিজয়ী তিনি। তবে নিত্য নতুন ফ্যাশন দিয়ে ভক্তদের কাছে বেশি জনপ্রিয় তিনি।
মন্তব্য করুন