ভিডিও বুধবার, ২৩ জুলাই ২০২৫

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ফরিদা পারভীন

লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন।

বিনোদন ডেস্কঃ বাংলাদেশের লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন। বেশ কিছুদিন কিডনি, নিউমোনিয়া, ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গত ৫ জুলাই থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শ্বাসকষ্ট নিয়ে ভর্তি থাকার পর গতকাল (২১ জুলাই) রাতে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন গুণী এই সংগীতশিল্পী। 

এই সংগীতজ্ঞের স্বামী যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম আজ (২২ জুলাই) সকাল সাড়ে দশটায় দেশের এক সংবাদমাধ্যমকে বলেন, ‘গতকাল রাতে তিনি (ফরিদা পারভীন) বাসায় ফিরেছেন। এখন সুস্থ আছেন। সবাই তার জন্য দোয়া করবেন।’

কিডনিজনিত সমস্যার কারণে সপ্তাহে তিনবার ডায়ালাইসিস নিতে হয় তার। দেশের নামকরা সব কিডনি বিশেষজ্ঞের অধীনে চিকিৎসাধীন ছিলেন ফরিদা পারভীন।

আরও পড়ুন

তার শারীরিক অবস্থা সম্পর্কে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী সংবাদমাধ্যমকে জানান, ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে সুস্থ হয়ে গতকাল রাতে শিল্পী ফরিদা পারভীন বাড়ি ফিরেছেন। কিন্তু কিডনি বিকল রোগীদের যেকোনো সময় পুনরায় শারীরিক অবস্থার অবনতি হতে পারে।

ফরিদা পারভীন তার ক্যারিয়ারে একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং জাপান সরকারের পক্ষ থেকে ২০০৮ সালে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারও পেয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রশ্নে সবাই একমত: আইন উপদেষ্টা

হাসপাতালে আহতদের দেখতে গেলেন বিমানবাহিনী প্রধান

বগুড়ার শাজাহানপুরে বহিরাগতদের মারপিটে গোহাইল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহত

সিরাজগঞ্জে ৫০০ বছরের পুরানো জয়সাগর’ দিঘীটি ঐতিহ্য হারাচ্ছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর অভিযানে হ্যাকার চক্রের দুই সদস্য গ্রেফতার

বগুড়ায় তিন বছরে মাছের উৎপাদন বেড়েছে প্রায় ১ হাজার ২শ’ মেট্রিক টন