ভিডিও মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫

বিয়ে করে দোয়া চাইলেন তাহসান

বিয়ে করে দোয়া চাইলেন তাহসান,ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : গায়েহলুদের ছবি ভাইরাল হওয়ার পর ‘টক অব দ্য কান্ট্রিতে’ পরিণত হন জনপ্রিয় সংগীতশিল্পী—অভিনেতা তাহসান খান। অবশেষে গতকাল বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন এই এি তারকা। 

শনিবার সন্ধ্যায় তাহসান খান বলেন, আমাদের দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে শনিবার বিয়ে হয়। বিয়ে করার পরই সবাইকে জানাতে চেয়েছি। যে কারণে আগে কাউকে কিছু বলিনি। শুভ কাজটা আমরা আজ সেরেছি। আমরা যেন একসঙ্গে সুন্দরভাবে পথ চলতে পারি, সেই দোয়া চাই। স্ত্রী রোজার সঙ্গে পরিচয়ের বিষয়ে তাহসান বলেন, বেশ আগে আমাদের পরিচয়। সেখানে থেকেই কথা হতো। পরে গত বছর বিয়ের সিদ্ধান্ত নিই।

রোজা আহমেদ বরিশালের মেয়ে। তিন বছরের বেশি সময় ধরে নিউ ইয়র্কে ব্রাইডাল মেকআপ নিয়ে কাজ করছেন। নিউ ইয়র্কে রোজা’স ব্রাইডাল মেকওভার নামে নিজের প্রতিষ্ঠানও আছে তার। নিউ ইয়র্কে ব্রাইডাল মেকআপ নিয়েই তিনি থাকতে চান। তবে দেশেও কাজ করার ইচ্ছা আছে তার।

আরও পড়ুন

গত ৩ জানুয়ারি দিবাগত রাত ১টার দিকে ফেসবুকে ছড়িয়ে পড়ে তাহসানের সঙ্গে রোজা আহমেদের একটি ছবি। তা দেখে মনে হয়ে, ছবিটি গায়েহলুদের। সেই ছবিকে কেন্দ্র করে তৈরি হয় জল্পনা। প্রশ্ন উঠে, তাহলে কী বিয়ে করলেন তাহসান? কেউ কেউ অভিনন্দনও জানাতে থাকেন। এরপরও খানিকটা রহস্য তাহসান নিজেই তৈরি করেন। তবে সব রহস্যের অবসান ঘটিয়ে রোজাকে নিজের ঘরে তুললেন তাহসান। 

রোজা আহমেদের সঙ্গে তাহসানের দ্বিতীয় বিয়ে। এর আগে অভিনেত্রী মিথিলার সঙ্গে ভালোবেসে ঘর বেঁধেছিলেন তাহসান। ২০০৬ সালের ৭ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। ২০১৩ সালের ৩০ জুলাই কন্যাসন্তানের বাবা—মা হন এই দম্পতি। ২০১৭ সালের ৪ অক্টোবর যৌথভাবে বিচ্ছেদের ঘোষণা দেন মিথিলা—তাহসান। এ জুটির বিচ্ছেদের খবর হতবাক করেছিল দেশবাসীকে। তাদের ভক্তরাও বিষয়টি মেনে নিতে পারেননি। কয়েক বছর আগে ভারতীয় চলচ্চিত্র পরিচালক সৃজিতকে বিয়ে করেন মিথিলা; এবার সংসারী হলেন তাহসান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্যটন খাতের যত্ন নিতে হবে

যারা বিএনপিকে ভয় পায় তারা নির্বাচন দীর্ঘায়িত করার চেষ্টা করছে : বগুড়ায় বিএনপির কর্মী সভায় আ: সালাম

বগুড়ার ধুনটে যমুনায় নৌকার নোঙরে নষ্ট জিও ব্যাগ, ভাঙনের ঝুঁকিতে বাঁধ

নাটোরের বাগাতিপাড়ায় সার ডিলারের দুই লক্ষাধিক টাকা জরিমানা

নকল ছবি কি না বুঝবেন সহজেই, হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

রংপুরে ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার