ভিডিও বুধবার, ২৩ জুলাই ২০২৫

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথমবার্ষিকী উপলক্ষে

ঢাবি চারুকলা অনুষদে সেমিনার ও শিল্পকর্ম প্রদর্শনী

ঢাবি চারুকলা অনুষদে সেমিনার ও শিল্পকর্ম প্রদর্শনী

ঢাবি প্রতিনিধি : ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে  ঢাকা  বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে অনুষ্ঠিত হলো “জুলাই গণ-অভ্যুত্থান: শোক ও বিজয়” শীর্ষক এক সেমিনার।


মঙ্গলবার (২২ জুলাই) এ সেমিনার অনুষ্ঠিত হয়। একইসঙ্গে, অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয় চার দিনব্যাপী এক বিশেষ শিল্পকর্ম প্রদর্শনী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি প্রদর্শনীর উদ্বোধন করেন এবং সেমিনারে বক্তব্য প্রদান করেন।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ-এর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিল্পকলার ইতিহাস বিভাগের চেয়ারম্যান ও প্রদর্শনীর কিউরেটর ড. শেখ মনির উদ্দিন। আলোচনায় অংশ নেন প্রাচ্যকলা বিভাগের অনারারি অধ্যাপক ড. আব্দুস সাত্তার, গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক রেজা আসাদ আল হুদা অনুপম ও মো. ইসরাফিল প্রাং এবং শিল্পকলার ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার দে।

আরও পড়ুন

প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মামুন আহমেদ তার বক্তব্যে বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল দায়িত্ব শিক্ষা ও গবেষণা হলেও ইতিহাসের প্রতিটি সংকট মুহূর্তে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয়েছে। শিক্ষা ও সমাজের অগ্রযাত্রায় এই বিশ্ববিদ্যালয় এখন একটি শক্তিশালী সামাজিক প্রতিষ্ঠান।” তিনি আরও বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি মানবিক, ন্যায্য ও গণমুখী রাষ্ট্র নির্মাণে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

শিল্পকর্ম প্রদর্শনীটি ২৫ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রশ্নে সবাই একমত: আইন উপদেষ্টা

হাসপাতালে আহতদের দেখতে গেলেন বিমানবাহিনী প্রধান

বগুড়ার শাজাহানপুরে বহিরাগতদের মারপিটে গোহাইল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহত

সিরাজগঞ্জে ৫০০ বছরের পুরানো জয়সাগর’ দিঘীটি ঐতিহ্য হারাচ্ছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর অভিযানে হ্যাকার চক্রের দুই সদস্য গ্রেফতার

বগুড়ায় তিন বছরে মাছের উৎপাদন বেড়েছে প্রায় ১ হাজার ২শ’ মেট্রিক টন