ভিডিও সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার ধুনটে গাঁজাসহ চার কারবারি গ্রেফতার

বগুড়ার ধুনটে গাঁজাসহ চার কারবারি গ্রেফতার। ছবি : দৈনিক করতোয়া

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনটে একাধিক মাদক মামলার আসামি চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫১০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার কোনাগাতী গ্রামের গোলাম রব্বানীর ছেলে বাদশা সেখ (৩২), আব্দুল মন্ডলের ছেলে শাহ আলম (৩০), গোলাম রব্বারীর ছেলে আব্দুল আজিজ চান্দু (৩৬) ও চান্দিয়ার গ্রামের সামাদ সরকারের ছেলে আব্দুল রানা (২৮)।

এছাড়া পুলিশের উপস্থিতি টের পেয়ে বিষ্ণুপুর গ্রামের ইছাহাক উদ্দিনের ছেলে পাশা সেখ (৪৫) কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। মামলা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামিরা পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তারা এলাকার পথে প্রান্তরে ঘুরে ঘুরে কৌশলে মাদকসেবীদের কাছে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য বিক্রি করে আসছে।

অনেক সময় মোবাইল ফোনে যোগাযোগ করে সেবনকারীদের কাছে মাদক দ্রব্য পৌছে দেয়। তারই ধারাবাহিকতায় গতকাল সোমবার রাতে তারা কোনাগাতী গ্রামের গ্রেফতারকৃত আসামি বাদশা সেখের বাড়িতে মাকদদ্রব্য বিক্রির গোপন হাট বসিয়ে সেখানে মাদক কেনাবেচা করছে। এমন সংবাদ পেয়ে থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে। 

আরও পড়ুন

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গাঁজাসহ চার জনকে গ্রেফতার করে আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে কারাগারে পাঠানো হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউএস ওপেনের ফাইনালে ট্রাম্পের জন্য আধাঘণ্টা দেরি, গ্যালারিজুড়ে দুয়োধ্বনি

জুলিয়াস সিজারের রিট হাইকোর্টে খারিজ

আজ এক ‘ভয়াবহ ঘূর্ণিঝড়’ গাজায় আঘাত হানবে : ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে থাকবেন বাংলাদেশি আম্পায়ার

‘ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া বিপর্যয় ডেকে আনবে’

র‌্যাব দেখে পুকুরে ঝাঁপ দিয়ে প্রাণ গেল মাদক কারবারির