সিরাজগঞ্জে জামা না পেয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দে জামা কিনে না দেওয়ায় অভিমান করে খাদিজা খাতুন নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। গত সোমবার রাতে উপজেলার পাকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খাদিজা জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। তার বাবা খাদেম আলী মন্ডল পেশায় কৃষক।
পরিবার ও পুলিশ জানায়, নতুন জামা কিনে দেওয়ার অনুরোধ করে খাদিজা। তবে টানাপোড়েনে‘র কারণে বাবা পরে কিনে দেওয়ার আশ্বাস দেন। এতে খাদিজা অভিমান করে নিজ ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। কয়েক ঘণ্টা পর মা সোহাগী খাতুন ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা খুলে মেয়েকে বাঁশের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
আরও পড়ুনপরে স্থানীয়দের সহায়তায় দ্রুত কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক খাদিজাকে মৃত ঘোষণা করেন। কামারখন্দ থানার ডিউটি অফিসার এএসআই আফজাল হোসেন জানান, মরদেহ থানায় রাখা আছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
মন্তব্য করুন