ভিডিও বুধবার, ২৩ জুলাই ২০২৫

নাটোরের সিংড়ায় বৃষ্টিতে ভিজে রাস্তা পাকা করণের দাবি

নাটোরের সিংড়ায় বৃষ্টিতে ভিজে রাস্তা পাকা করণের দাবি

সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলার  ডাহিয়া ইউনিয়নের বিয়াশ কারিকর পাড়া ঈদগাহ মাঠ হয়ে ভদ্রাবতী নদী পর্যন্ত প্রায় আড়াই কিলো মিটার গুরুত্বর্পূণ ও জনবহুল একটি রাস্তা। এই রাস্তা দিয়ে বিয়াশ চক আদিত্য কারিকর পাড়া, মীরপাড়া, মিস্ত্রী পাড়া ও খোয়ার পাড়া এই ৫ পাড়ায় প্রায় ৩ হাজারের অধিক  জনগণ যাতায়াত করে। এখানকার শতাধিক শিক্ষার্থী এ রাস্তা দিয়েই স্কুলে যায়। এছাড়া চলনবিলের মাঠ থেকে ধান ও কৃষিপণ্য আনা নেওয়ার এটাই একমাত্র রাস্তা।

স্থানীয় ভুক্তভোগীরা জানায়, আজ থেকে ১০ বছর আগে নিজেরা চাঁদা তুলে রাস্তা নির্মাণ করেছেন। রাস্তা নির্মাণের পর থেকে পাকা করণের জন্য বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও কোন ফলাফল পান নাই। তাই রাগে ক্ষোভে বৃষ্টিতে ভিজে রাস্তা পাকাকরণের দাবি জানান গ্রামবাসী। আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে বৃষ্টির মধ্যে ওই গ্রামের শতাধিক মানুষ কাদা রাস্তায় দাড়িয়ে এ দাবি জানান।

ভুক্তভোগী চকআদিত্য গ্রামের আনিছুর, আব্দুল মতিন, মহসিন ও স্কুল শিক্ষক ইসমাইল জানান, বিগত সরকারের সময় জনপ্রতিনিধিরা প্রতিবারই ভোটের আগে রাস্তা পাকাকরণের প্রতিশ্রুতি দিলেও আজও তা বাস্তবায়ন হয়নি। তাই রাস্তাটি দ্রুত পাকাকরণের জন্য আমরা বর্তমান সরকারের কাছে জোড় দাবি জানাচ্ছি।  

বড় আদিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন জানান, ওই এলাকা থেকে শতাধিক শিক্ষার্থী আমার স্কুলে পড়া লেখা করে। বর্ষার কয়েক মাস কর্দমাক্ত রাস্তা দিয়ে শিক্ষার্থীরা আসতে পারে না। ফলে অনেক শিক্ষার্থীর পড়া লেখার বিঘ্ন ঘটে। এমতাবস্থায় রাস্তা পাকাকরণের দাবি করেন তিনি।

আরও পড়ুন

ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুন জানান, ইউনিয়ন পরিষদ থেকে চলতি অর্থ বছরের ডিসেম্বরের মধ্যে ওই রাস্তার ৫০০ মিটার অংশ অর্থাৎ কারিকর পাড়া হতে মীরপাড়া পর্যন্ত পাকাকরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি রাস্তা পাকাকরণের প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু জানান, সরেজমিনে গিয়ে দেখে এসেছি। রাস্তাটি পাকাকরণ করার জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রশ্নে সবাই একমত: আইন উপদেষ্টা

হাসপাতালে আহতদের দেখতে গেলেন বিমানবাহিনী প্রধান

বগুড়ার শাজাহানপুরে বহিরাগতদের মারপিটে গোহাইল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহত

সিরাজগঞ্জে ৫০০ বছরের পুরানো জয়সাগর’ দিঘীটি ঐতিহ্য হারাচ্ছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর অভিযানে হ্যাকার চক্রের দুই সদস্য গ্রেফতার

বগুড়ায় তিন বছরে মাছের উৎপাদন বেড়েছে প্রায় ১ হাজার ২শ’ মেট্রিক টন