ভিডিও বুধবার, ২৩ জুলাই ২০২৫

বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মাসুকা বেগমের মরদেহ দাফন

বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মাসুকা বেগমের মরদেহ দাফন

রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষিকা মাসুকা বেগম নিপুর মরদেহ ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে ভগ্নিপতির বাড়িতে আনা হয়েছে।

স্বজনরা জানান, মাসুকা বেগম নিপু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা মিডিয়ামের ইংরেজির শিক্ষক ছিলেন। বিমান দুর্ঘটনার সময় তিনি শিক্ষা প্রতিষ্ঠানে ছিলেন। পরে তিনি গুরুতর আহত হওয়ার পর তাকে সেখান থেকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২১ জুলাই) রাত সোয়া ১২টার দিকে মারা যান। তার মৃত্যুর খবর পেয়ে স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন।

মাসুকা বেগম নিপুর বোনের মেয়ে ফাহমিদা খানম হৃদি বলেন, খালামণি আমাদের খুবই আদর করতেন। সন্তানের মতো ভালোবাসতেন। তিনি কখনও কখনও শাসনও করতেন। তবে তার মধ্যেও আদর ছিল। আমরা খালামণির মৃত্যুতে বাকরুদ্ধ হয়েছি। মহান আল্লাহর কাছে এবং দেশবাসীর কাছে খালামণির জন্য দোয়া চাচ্ছি।

আরও পড়ুন

নিহতের পিতা সিদ্দিক আহমেদ চৌধুরী বলেন, আমার কন্যার মৃত্যুতে পরিবারের সদস্যরা ভেঙে পড়েছে। আমি আর বেশি কিছু কথা বলতে পারছি না। আমি সবার কাছে দোয়া চাই, আমার মেয়ের জন্য।
জানাজায় আশুগঞ্জের বিশিষ্টজনরা অংশগ্রহণ করেন। এ সময় তারা দোয়া কামনা করেন।
মাসুকা বেগম নিপু দুই বোন এক ভাইয়ের মধ্যে ছিলেন সবার ছোট। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রশ্নে সবাই একমত: আইন উপদেষ্টা

হাসপাতালে আহতদের দেখতে গেলেন বিমানবাহিনী প্রধান

বগুড়ার শাজাহানপুরে বহিরাগতদের মারপিটে গোহাইল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহত

সিরাজগঞ্জে ৫০০ বছরের পুরানো জয়সাগর’ দিঘীটি ঐতিহ্য হারাচ্ছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর অভিযানে হ্যাকার চক্রের দুই সদস্য গ্রেফতার

বগুড়ায় তিন বছরে মাছের উৎপাদন বেড়েছে প্রায় ১ হাজার ২শ’ মেট্রিক টন