ভিডিও শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

নির্বাচন হতে হবে অবশ্যই পিআর পদ্ধতিতে: রেজাউল করিম

নির্বাচন হতে হবে অবশ্যই পিআর পদ্ধতিতে: রেজাউল করিম

আগে গণহত্যার বিচার, তারপর সংস্কারের দাবি জানিয়েছেন ‎ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

তিনি বলেছেন, পরে দেখা যাবে নির্বাচন। সেই নির্বাচন হতে হবে অবশ্যই পিআর পদ্ধতিতে। কারণ আর কোনো স্বৈরাচার দেশে উৎপত্তি হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে সমাবেশে এসব কথা বলেন মুফতি রেজাউল করিম।

প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুস্থ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

আরও পড়ুন

রেজাউল করিম বলেন, ‘৫ আগস্টের পরে ইসলামের পক্ষে দেশের মানুষের একটা হৃদ্যতা সৃষ্টি হয়েছে, সেটাকে আমাদের কাজে লাগাতে হবে। এজন্যই ইসলামের পক্ষে আমরা চেষ্টা করছি, একটা বাক্স পাঠানো যায় কি-না (ইসলামি দলগুলো নিয়ে জোট গঠন)।

জনগণের সহযোগিতা চেয়ে তিনি বলেন, আল্লাহর রহমতে সেই প্রক্রিয়ায় এগোচ্ছি, এগিয়ে গেছি। এখন আপনাদের সহযোগিতা থাকা লাগবে।

‎সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‌‘৫৩ বছরের মধ্যে যারা ক্ষমতায় এসেছেন, তারা শুধু জনগণকে ধোঁকাই দিয়েছেন। চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি, গুম-খুন, স্বৈরাচার মুক্ত হতে চায় বাংলাদেশ।

‎ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদারের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মুহাম্মাদ মনিরুল হাসানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, পিরোজপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি নজরুল আহসান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ হাফিজুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ পরিষদ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের পীরগঞ্জে সড়কের গাছ নিলাম নিয়ে আদালতে মামলা

সিরাজগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

পাঁচ হাজার শিক্ষার্থীকে নিজামী ফাউন্ডেশনের ক্যারিয়ার গাইড প্রশিক্ষণ প্রদান

বগুড়ার ধুনটে কিশোর গ্যাংয়ের আতংকে ৫০ পরিবারের মানববন্ধন

জয়পুরহাটের আক্কেলপুুরে শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ১

বগুড়ার শেরপুরে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে শারীরিক সম্পর্কের ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি